Image Description

বাঙালি হিরো বাঙলার হিরো

৳392 ৳490.00
Format Hardcover
Year 2021
Language Bangla
ISBN 978984 20 0606 7
Edition 1st
Pages 288

গ্রামই বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের মূল পটভূমি। গ্রাম হলো কৃষিভিত্তিক জনপদে মানুষের ছোট ছোট বসতি। বসবাসরত সম্প্রদায়ের কৃষি, শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, ইতিহাস, সমাজনীতি, ঐতিহ্য ইত্যাদির নানা বাঁকে জড়িয়ে থাকা অসংখ্য ঘটনার স্মৃতিতে ভাস্বর আমাদের এই ভূখণ্ডের ইতিহাস। ইতিহাসের কিছু কিছু ছোট কিন্তু ব্যাপক প্রভাব বিস্তারকারী ঘটনা সম্পর্কে নিজে সম্যক অবহিত থাকা এবং অন্যকে সেসব অবহিতকরণের আগ্রহ থেকেই মূলত এই গ্রন্থনা ও উপস্থাপনা জয়নাল হোসেনের উদ্দেশ্য। এই অঞ্চলে ঘটে যাওয়া ছোট-বড় চমকপ্রদ নানা ঘটনা নিয়ে ইতিহাস চর্চার ধারাবাহিকতায় স্বল্প পরিসরে সম্পাদিত বৃত্তান্ত বর্ণনার মাধ্যমে কৌতূহলী পাঠকের জন্য নতুন আঙ্গিকে এই গ্রন্থ প্রণয়ন করা হয়েছে। অনুসন্ধিৎসু ও কৌতূহলীর দৃষ্টি আকর্ষণী তথ্যবহুল নানা স্বাদের হৃদয়গ্রাহী উপস্থাপনাই প্রণীত বাঙালি হিরো বাঙলার হিরো। প্রকৃতভাবে এই ঐতিহ্যবাহী সংগ্রামী জনপদকে ও জনপদের মানুষকে বুঝতে হবে অতীতে ফিরে গিয়ে। বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে বারবার ফিরে যেতে হবে অতীত ইতিহাসের কাছে। কারণ তাঁরাই আজকের প্রেক্ষাপট তৈরি করেছেন। তাঁরাই নির্মাণ করেছেন আজকের ও ভবিষ্যতের প্রেক্ষাপট।

Jaynal Hossain / জয়নাল হোসেন

জয়নাল হোসেন একজন কৃষিবিদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে অবসর গ্রহণ করেছেন। কুমিল্লার মুরাদনগরের কুড়েরপাড় গ্রামে ১৯৫৩ সালের ১১ই আগস্ট তাঁর জন্ম। পিতা তালেব হোসেন, মাতা মাফেজা খাতুন। বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৯ সালে এসএসসি, শ্রীকাইল কলেজ থেকে ১৯৭২ সালে এইচএসসি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ১৯৭৭ সালে কৃষি অনুষদ থেকে ডিগ্রি নিয়ে সরকারি চাকরিতে প্রবেশ করেন। চাকরিকালে থাইল্যান্ডের মহিডোল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অভ নিউট্রিশন থেকে পুষ্টির ওপর উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন। তিনি কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ এর জীবন সদস্য এবং বাংলাদেশস্থ জাতিসংঘ সমিতির সদস্য। তাঁর রচিত বই: মুর্শিদাবাদ থেকে মধুপুর (২০০০), প্রমিত দৃষ্টিপাত (২০০১), সমুদ্রনন্দিনী কুতুবদিয়া: ইতিহাস ও বর্তমান পরিপ্রেক্ষিত (২০০২), ঠাকুর শম্ভুচাঁদ (২০০৩), শৈলসমুদ্র সান্নিধ্যে (২০০৩), মেঘের মায়াবী চোখ (২০০৭), রাজা ভাওয়াল সন্ন্যাস ও ভাওয়াল পরগনা (২০০৯), পুণ্যের ঘরে শূন্য দিয়ে: ব্যতিক্রমী আট (২০১২), ধীরাজ ভট্টাচার্য ও তাঁর প্রেম উপাখ্যান: মাথিনের কূপ (২০১২), মানবপুত্র গৌতম: ধর্ম ও জীবনাচার (২০১৩), উইলে চার টাকা দুই আনা: সম্রাট আওরঙ্গজেবের ভিতর-বাহির (২০১৩), প্রাঙ্গণে মোর: টোকা ডায়েরির পাতা থেকে (২০১৪)