Image Description

জন ওয়েবস্টার দি ডাচেস অব মালফি

৳290
Format Paperback
Language Bangla
ISBN 978-984-20-0603-6
Edition 1st
Pages 176

দি ডাচেস অব মালফি জন ওয়েবস্টার- এর কালজয়ী নাটক। এটি রচিত হয় ১৬১৪ সালে, যা সেই বছর ১৬ ডিসেম্বর পূর্ববর্তী কোনো এক সময় মঞ্চস্থ হয়। কিন্তু এটি প্রকাশিত হয় ১৬২৩ সালে। মূলত তারও এক শতাব্দী পূর্বে ইতালিতে সংঘটিত এক সত্য ঘটনা অবলম্বনে এ নাটকটি রচিত হয়। একজন অকাল বিধবা ডাচেসের গোপন বিয়েতে ক্ষিপ্ত হয়ে সহোদর দু’ ভাইয়ের হাতে তার করুণ পরিণতি এ নাটকের উপজীব্য। কিন্তু ভাইদের ক্ষিপ্ততার গোপন কারণ ছিল ডাচেসের সম্পত্তি গ্রাসের ইচ্ছা। পারিবারিক সুনাম ও কথিত ধর্মের অবমাননা রোধের মিথ্যা অজুহাতে চার্চের কার্ডিনাল পদধারী ভাই এ ষড়যন্ত্রের হোতা। আপনজনদের হাতে মানুষের বিনাশ ও সর্বনাশ বর্তমান একবিংশ শতাব্দীতেও দুর্লক্ষ্য নয় । এখানেই এ নাটকের সমকালীন চারিত্র্য ও আবেদন।

John Webster / জন ওয়েবস্টার : নাট্যকার

জন ওয়েবস্টার এর ব্যক্তিজীবন সম্পর্কে খুব কমই জানা যায়। এক সূত্রমতে তাঁর জন্ম ১৫৮০ সালে, লন্ডনে। তিনি লেখাপড়া করেছেন মিডল টেম্পল নামে খ্যাতিসম্পন্ন এক স্কুলে। তিনি ছিলেন নাট্যকার ও অভিনেতা। ১৬০২ খ্রিস্টাব্দে ফিলিপ হ্যান্সলো নামের এক থিয়েটার ম্যানেজারের সাথে তিনি নাট্যকার হিসেবে চুক্তিবদ্ধ হন। ১৬০৭ সালে তিনি ডেকারের সাথে যৌথভাবে দ্য ফেমাস হিস্ট্রি অব স্যার থমাস ওয়াট নামে একটা নাটক লেখেন। একই সময় তিনি এঁরংব নামে একটি নাটক লিখেন যা পরে হারিয়ে যায়। ডেকারের সাথে তিনি আরো দু’টি নাটক লেখেন: Westward Ho! I Northward Ho! তাঁর প্রথম ট্রাজেডি The White Devil ১৬১২ সালে প্রকাশিত ও অভিনীত হয়। দি ডাচেস অব মালফি জন ওয়েবস্টার- এর কালজয়ী নাটক। এটি রচিত হয় ১৬১৪ সালে, যা সেই বছর ১৬ ডিসেম্বর-পূর্ববর্তী কোনো এক সময় মঞ্চস্থ হয়। কিন্তু এটি প্রকাশিত হয় ১৬২৩ সালে। তিনি আরো কয়েকজন সহ-নাট্যকারের সাথে যৌথভাবে কিছু নাটক রচনা করেন। ১৬২৫ সালে তাঁর মৃত্যু হয়। অনুবাদক : মুহাম্মদ ওহীদুল আলম। জন্ম ১৯৫৪ সালে চট্টগ্রামে। চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি ভাষা ও সাহিত্যে লেখাপড়া। ‘যমুনা অয়েল কোম্পানি লিমিটেড’-এর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। অবসরে অনুবাদকর্ম ও লেখালেখিতে নিমগ্ন। পারিবারিক জীবনে স্ত্রী ও চার কন্যাসন্তান।