Image Description

মণিপুরি মুসলিম

৳490
Format Hardcover
Language Bangla
ISBN 978 984 20 0619-7
Edition 1st
Pages 215

সাজ্জাদুল হক স্বপন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে ১ জানুয়ারি ১৯৭০ সালে এক সম্ভ্রান্ত মণিপুরি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম তমিজ উদ্দিন আহম্মদ, মাতার নাম জুমেরা খাতুন ও দাদার নাম মোঃ সফর আলী সরদার। তাঁর পিতা ছিলেন একজন শিক্ষক ও দাদা ছিলেন একজন সরপঞ্চ। তিনি সিলেট এম সি কলেজ হতে গণিতে সম্মান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সালে তিনি সহকারী শিক্ষক হিসেবে শ্রীমঙ্গলের রাইফেল্স উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন এবং ২০০০ সালে উবাহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমলগঞ্জে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। বর্তমানে হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। পেশাগত জীবনে তিনি মৌলভীবাজার পিটিআই হতে সি ইন এড, সিলেট জালালাবাদ টি. টি কলেজ হতে বি. এড এবং ঢাকা আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয় হতে এম. এড ডিগ্রি অর্জন করেন। পরপর দু’বার তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। সাজ্জাদুল হক স্বপন বর্তমানে বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের সভাপতি, বাংলাদেশ মণিপুরি মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক, পাঙাল রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি, টিচার্স কালচারাল ক্লাব, উপজেলা শাখার আহ্বায়ক, মণিপুরি ভাষা-গবেষণা ও উন্নয়ন সংস্থার সহ-সভাপতি ও বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের সদস্য। বিভিন্ন সাময়িকী, পত্রিকা, ম্যাগাজিন ও স্মারক গ্রন্থে তাঁর প্রবন্ধ, নিবন্ধ, কবিতা, অনুবাদ, জীবনী ও স্মৃতিচারণমূলক লেখা নিয়মিত প্রকাশিত হয়েছে। ‘অনৌবা খোংথাং’ (১৯৮৯) পত্রিকা এবং ‘প্রত্যয়’ ও ‘শিখর’ সাময়িকীর সম্পাদক তিনি। তিনি ইতিহাস-ঐতিহ্যের সংরক্ষক, গবেষক ও সফল সংগঠক। তাঁর স্ত্রী আমেনা খানম একজন শিক্ষক এবং দুই কন্যা আনিকা তাহ্সিন ও নাবিহা তাহ্সিন অধ্যয়নরত।

Sazzadul Haque Swapan / সাজ্জাদুল হক স্বপন

সাজ্জাদুল হক স্বপন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে ১ জানুয়ারি ১৯৭০ সালে এক সম্ভ্রান্ত মণিপুরি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম তমিজ উদ্দিন আহম্মদ, মাতার নাম জুমেরা খাতুন ও দাদার নাম মোঃ সফর আলী সরদার। তাঁর পিতা ছিলেন একজন শিক্ষক ও দাদা ছিলেন একজন সরপঞ্চ। তিনি সিলেট এম সি কলেজ হতে গণিতে সম্মান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সালে তিনি সহকারী শিক্ষক হিসেবে শ্রীমঙ্গলের রাইফেল্স উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন এবং ২০০০ সালে উবাহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমলগঞ্জে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। বর্তমানে হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। পেশাগত জীবনে তিনি মৌলভীবাজার পিটিআই হতে সি ইন এড, সিলেট জালালাবাদ টি. টি কলেজ হতে বি. এড এবং ঢাকা আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয় হতে এম. এড ডিগ্রি অর্জন করেন। পরপর দু’বার তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। সাজ্জাদুল হক স্বপন বর্তমানে বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের সভাপতি, বাংলাদেশ মণিপুরি মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক, পাঙাল রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি, টিচার্স কালচারাল ক্লাব, উপজেলা শাখার আহ্বায়ক, মণিপুরি ভাষা-গবেষণা ও উন্নয়ন সংস্থার সহ-সভাপতি ও বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের সদস্য। বিভিন্ন সাময়িকী, পত্রিকা, ম্যাগাজিন ও স্মারক গ্রন্থে তাঁর প্রবন্ধ, নিবন্ধ, কবিতা, অনুবাদ, জীবনী ও স্মৃতিচারণমূলক লেখা নিয়মিত প্রকাশিত হয়েছে। ‘অনৌবা খোংথাং’ (১৯৮৯) পত্রিকা এবং ‘প্রত্যয়’ ও ‘শিখর’ সাময়িকীর সম্পাদক তিনি। তিনি ইতিহাস-ঐতিহ্যের সংরক্ষক, গবেষক ও সফল সংগঠক। তাঁর স্ত্রী আমেনা খানম একজন শিক্ষক এবং দুই কন্যা আনিকা তাহ্সিন ও নাবিহা তাহ্সিন অধ্যয়নরত।