পুষ্পকুন্তলা তুমি
সূর্য সেন ডাকলেন: পুষ্প! পুষ্পকুন্তলা চমকে উঠলেন। কোনো আলিঙ্গন নয়। কোনো স্পর্শ নয়। শুধুই এক কোমল ডাক। তোমার জানার কথা নয়। কিন্তু তোমার জেনে রাখা প্রয়োজন। আমি একজন বিপ্লবী। পুষ্পকুন্তলার অপলক দৃষ্টি। তিনি নির্নিমেষ তাকিয়ে আছেন। এমন দৃষ্টির সামনে অপ্রস্তুত সূর্য সেন। মরিয়া হয়ে বললেন: আমাদেরকে অগ্নিপরীক্ষা দিতে হয়। পালন করতে হয় ব্রহ্মচর্য। আমাকে যে বিদায় দিতে হয় পুষ্প। কেঁপে উঠলেন পুষ্পকুন্তলা। চোখ দিয়ে পানি গড়াতে লাগল। সূর্য সেন শান্ত সমাহিত কণ্ঠে বললেন: তুমি আমার পাশে থাকবে। সাধনাটা হয়তো আমার একার ছিল। এ সাধনা এখন আমাদের দুজনের। এ জীবনে তুমি ছাড়া আমার কোনো প্রেম নেই। আমি ছাড়া তোমারও কোনো প্রেম নেই। আমাদের এ প্রেম স্বর্গীয়। নিষ্কাম। পুষ্পকুন্তলা সূর্য সেনের পায়ে গড় প্রণাম করলেন। অকম্প কণ্ঠে বললেন: আশীর্বাদ করো যেন তোমার কোলে মাথা রেখে মরতে পারি।