বাংলাদেশের লোকপ্রিয় খেলাধুলা
খেলাধুলা শুধু অবসরযাপন বা বিনোদনেরই অনুষঙ্গ নয়, এর মাধ্যমে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হয়ে থাকে। আমাদের গ্রামীণ এবং দেশীয় খেলাধুলার মাধ্যমে বিশেষ করে শিশু-কিশোরদের এই উন্নয়ন সবচেয়ে বেশি হয়। আজকাল টেলিভিশন, কম্পিউটার এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গেইমের আগমনের ফলে দেশীয় খেলাধুলার চর্চা অনেকটাই কমে গেছে। যার প্রভাব পড়ছে ছোটদের মানসিক ও শারীরিক বিকাশে। তাদেরকে দেশীয় খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই বাংলাদেশের লোকপ্রিয় খেলাধুলা বইটি রচনা ও প্রকাশের উদ্দেশ্য। বইটিতে মজার মজার এবং জনপ্রিয় লোকজ ৩৫টি খেলা নিয়ে আলোচনা রয়েছে। খেলাগুলোর নিয়ম-কানুনের পাশাপাশি এর সুফল এবং মজার বিষয়গুলো আলোচনা করা হয়েছে। বইটি পড়ে আমাদের ছেলেমেয়েরা এসব খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে উঠবে এবং এগুলো চর্চার মাধ্যমে তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটবে বলে আশা রাখি। বিষয়ভিত্তিক ছবি সংযোজনের মাধ্যমে বইটি আকর্ষণীয় করে তুলেছেন শিল্পী নূপুর আক্তার।