Image Description

ভূতের গলির লক্ষ্মী ভূত

৳100
Format Paperback
Language Bangla
ISBN 978-984-20-0552-7
Edition 1st
Pages 48

ছেলেবেলা থেকে ভূতের বাড়ি খুঁজে হয়রান। মহল্লার কতো বাড়িকে যে ভূতের বাড়ি বলে জানতাম। ঐ বাড়ির দিকে তাকাতামই চোখ বুঁজে। সামনে দিয়ে যাওয়ার সময় শরীর হিম হয়ে আসতো। শুধুই কি বাড়ি? কোনো কোনো পথের নামও যে ছিল ভূতের নামে। সেই পথে হেঁটে যাই কিংবা রিকশায়, পুরো পথ চোখ বুঁজেই থাকতাম। চোখ বুঁজে যেন ভূতেদের শরীর দেখতে পেতাম। কারো শরীর বাঁশঝাড়ের মতো। কেউ তালগাছ হয়ে হেঁটে আসছে যেন আমার দিকেই। শরীরে বাতাস ছুঁয়ে গেলেও ভাবতাম ভূত এসে আমাকে জাপটে ধরছে। বড়বেলায় ভূতকে শাস্তি দেবার জন্যই ঐ বাড়িগুলোতে ঢুঁ দেই। গর্জন করতে করতে ঢুকে পড়ি ভূতের গলিতেও। অবাক হই। ওমা একি, কোনোটাই তো ভয়ঙ্কর কেউ নয়। কামড়ে খাবে, ঘাড় মটকে দেবে এমন ভূত যে নেই কোথাও। সবাই যে..। হুম তোমাদেরকেও বলে রাখছি- কোথাও কোনো দুষ্টু ভূত নেই। সব ভূত লক্ষ্মী!

Tushar Abdullah / তুষার আবদুল্লাহ

স্কুল পেরিয়েই সাংবাদিকতায় কাজ করতে আসা। তারপর কেটে গেল পঁচিশ বছর। কলেজ না ডিঙোতেই প্রথম বই। শিশুদের জন্যÑতোমাদের প্রিয়জন। তারপর বাংলাদেশের পথে পথে, চল যাই নদীর দেশে, গাছ বন্ধু, ফুল বন্ধু, চল বড় হই। টেলিভিশন সাংবাদিকতারও যুগ একযুগ পেরিয়েছে। শুরু থেকে টেলিভিশনকে শিশুদের প্রতি সংবেদনশীল রাখার লড়াইয়ে। শিশুদের জন্য পত্রিকা ইচ্ছে প্রকাশের প্রস্তুতি চলছে। নিয়মিত সঞ্চালনা করা হয় সময় সংলাপ। সেখানেও এ প্রজন্মের শৈশব-কৈশোর উদযাপন প্রতিপাদ্য হয়ে আসে।