Image Description

আড্ডায় রসভঙ্গ

৳175
Format Paperback
Language Bangla
ISBN 978 984 20 0564-0
Edition 1st
Pages 80

এগারোটি গল্প নিয়ে এই গ্রন্থ। গ্রন্থভুক্ত আড্ডায় রসভঙ্গ গল্পের নামে গ্রন্থের নামকরণ। এ গ্রন্থের ভাষায় ব্যঙ্গ এবং সুরে হাস্যরস লক্ষণীয়। এর চরিত্ররা রঙ্গপ্রিয় ও কৌতুকাশ্রয়ী। তবে গল্পগুলি গল্পই। রম্য গল্প। ব্যক্তি ও সমাজের নানান অসঙ্গতি হুল ফোটানো বিদ্রুপে এইসব গল্পে উপজীব্য করা হয়েছে। ফ্যান্টাসি বা কল্পকাহিনীর মোড়কে বিবৃত গল্পগুলিও তার ব্যতিক্রম নয়। ইতিপূর্বে বিভিন্ন পত্র-পত্রিকায় ছাপা হয়েছে গল্পগুলি। এর তিনটি গল্প (রাজা সাহিত্য কারখানা, উল্টো ফাঁদে ও যার সাথে যার) অবলম্বনে পূর্ণাঙ্গ হাসির নাটক লিখেছেন গল্পকার নিজেই। তিনি একজন লব্ধপ্রতিষ্ঠ নাট্যকারও। গল্প তিনটি গ্রন্থভুক্ত হওয়ার আগেই নাটক তিনটি মঞ্চস্থ হয়েছে সফলভাবে। তাই বলে গল্পের আবেদন কিছু কমে যায়নি। বিদগ্ধ পাঠক এর রসাস্বাদন করলেই তা বুঝতে পারবেন।

Rabiul Alam / রবিউল আলম

জন্ম বগুড়ায় (নভেম্বর, ১৯৪৬)। তবে কর্মস্থল চট্টগ্রামেÑপেশা ও নেশা উভয় ক্ষেত্রেই। তিনি চট্টগ্রামের তির্যক নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠার (১৯৭৪) মাধ্যমে গ্রুপ থিয়েটার আন্দোলনে সম্পৃক্ত হন। নাট্যক্ষেত্রে রবিউল আলমের পরিচয় নানামুখী হলেও তিনি মূলত নাট্যকার। মধ্যবিত্ত জীবনের আনন্দ-বেদনাকে খুব কাছে থেকে ধরতে সিদ্ধহস্ত তিনি। অনুবাদ করেছেন শেক্সপিয়র (অ্যাজ ইউ লাইক ইট), মলিয়ের (বিবি পাঠশালা), হ্যারল্ড পিন্টার (চারটি নাটক) ও ইয়াসমিনা রেজার (দাফনের পরের সংলাপ) নাটক। মিখাইল শ্চেদ্রিন, আবু রুশদ, মাহ্বুব-উল আলম ও সুচরিত চৌধুরীর গল্প অবলম্বনে নাটক লিখেছেন কয়েকটি। সত্তর দশকে সম্পাদনা করেছেন তির্যক নাট্যত্রৈমাসিক পত্রিকা। বেতার টেলিভিশনের নাট্যকার, অভিনেতা ও অতিথি প্রযোজক।