
আবু তোরাবের দৌড়
৳175
ভিন্ন স্বাদের, ভিন্ন মেজাজের আটটি গল্পের সংকলন আবু তোরাবের দৌড়। কোনো গল্পে ঘৃণা ও বিদ্বেষের মুখে রুখে দাঁড়ান একজন সনাতন, কোনোটিতে স্বামীর মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে মানবহৃদয়ের গভীর গোপন অন্ধকারে আলো ফেলেন নার্গিস বেগম, আর কোনোটিতে অলোকসামান্য এক ভ্রমণের গল্প শুনি- যে ভ্রমণ দুঃস্বপ্নের নামান্তর। আখ্যান, পটভূমি ও চরিত্রের বিচারে এক গল্পের সাথে অন্যটির মিল সামান্যই, কিন্তু এক জায়গায় সবগুলো গল্পই এক পাঠকের ভাবনার জলে সামান্য হলেও তরঙ্গ সৃষ্টি করবে গল্পগুলো; পাঠককে মুহূর্তের জন্য হলেও থমকে দেবে, ভাবাবে। আবু তোরাবের দৌড় তাই নেহাতই একটি গল্প সংকলন নয়, মানবমনের বন্ধ দরজায় করাঘাত। একবার নয়, বারবার।