Image Description

আমি জানি তুমি মিথ্যা বলছো : মানুষের কথা বিশ্লেষণ করে সত্য-মিথ্যা বের করার পদ্ধতি

৳450
Format Paperback
Language Bangla
ISBN 978 984 20 0502-2
Edition 2nd
Pages 232

আপনি কারো বক্তব্যের সত্যতা নির্ধারণের চেষ্টা করছেন। আপনার সন্দেহ লোকটি মিথ্যা বলছে বা তথ্য গোপন করছে। আপনি বুঝতে পারছেন না লোকটির বক্তব্যের কোন্ অংশটুকু সত্য আর কোন্ অংশটুকু মিথ্যা। মানুষের বক্তব্যের সত্যতা নির্ধারণের জন্য রয়েছে মহাস্ত্র। কোনো ব্যক্তির উচ্চারিত শব্দ বা লিখিত জবানবন্দি তার সাথে বিশ্বাসঘাতকতা করে। বিশ্বাসঘাতক এই সমস্ত শব্দ চিহ্নিত করতে পারলে কোনো ব্যক্তি সত্য বলছে, নাকি মিথ্যা বলছে তা সহজেই নির্ধারণ করা যায়। এছাড়া কোনো ব্যক্তি তথ্য গোপন করে থাকলে তাও বের করা যায়। বক্তব্য বা জবানবন্দি বিশ্লেষণ করে সত্য-মিথ্যা নির্ধারণের উপায় আমি জানি তুমি মিথ্যা বলছো বইটিতে বাস্তব উদাহরণসহ সহজ ভাষায় বর্ণিত হয়েছে।

Tawfique Mahbub Chowdhury / তওফিক মাহবুব চৌধুরী

তওফিক মাহবুব চৌধুরীর জন্ম ১৯৭০ সালে সিলেট শহরে। পৈতৃক নিবাস সিলেটের জকিগঞ্জ থানাধীন বারহাল ইউনিয়নের মহিদপুর গ্রামে। পিতা মরহুম এমএ মান্নান চৌধুরী সিলেট সরকারি এমসি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক ছিলেন। মাতা নূর রওশন চৌধুরী সুনামগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং পরবর্তীকালে সিলেট জেলা শিক্ষা অফিসার ছিলেন। লেখক ১৯৮৫ সালে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৭ সালে সিলেট সরকারি এমসি ইন্টারমিডিয়েট কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন (১৯৮৮-৯৪)। তিনি ১৫তম বিসিএস-এর মাধ্যমে ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। লেখক জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কসভো (২০০২), লাইবেরিয়া (২০০৬) ও ডারফুর, সুদান (২০১১) মিশনে ইউএন পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভার্জিনিয়ায় ইউএস-এর এফবিআই ন্যাশনাল একাডেমিতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। কর্মজীবনে লেখক ২০০৭-০৯ সালে বরিশাল জেলা ও ২০১২ সালে রাজশাহী জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি স্টাফ অফিসার-টু-আইজিপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিসি ডিবি-দক্ষিণ ও ডিসি ওয়ারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে ডিসি হেডকোয়ার্টার্স এবং স্পেশাল ব্রাঞ্চের এসপি (প্রশাসন ও অর্থ) ছিলেন। বর্তমানে অ্যাডিশনাল ডিআইজি হিসেবে কর্মরত। ই-মেইল: tawfiquemc@gmail.com