
মোক্তার বলী ও নাফকন্যা ম্যামাচিং
দরিয়ানগরের এক নিভৃতচারী বহুমাত্রিক স্রষ্টা কামরুল হাসান একাধারে কবি, নাট্যজন, গবেষক, সংগঠক ও সংস্কৃতিজন। স্বল্পপ্রজ হয়েও আঙ্গিক-সাধনায় তিনি বিভিন্নতাচারী ও নিরীক্ষাপ্রবণ। শিকড়ের সঙ্গে সর্বপ্রান্তের যোগাযোগ ঘটিয়ে মানবসৃষ্টিকলার নানাকৌণিক বিশ্লেষণে তিনি উৎসাহী। তাঁর সৃষ্টিশীলতার এক সচেতন অভিব্যক্তি তাঁরই সাম্প্রতিকতম কাব্যনাটক মোক্তার বলী ও নাফকন্যা ম্যামাচিং। এখানে ভিন্ন ধর্ম, ভিন্ন আচার, ভিন্ন সংস্কৃতি তথা সমাজসৃষ্ট কৃত্রিম বিভেদের ঊর্ধ্বে মানব-মানবীর চিরন্তন প্রেমবাহিত যে অভিন্ন মানববন্ধনের কথা উচ্চারিত, তা বিশ্বব্যাপী নানা বিভেদ-বৈচিত্র্যের মধ্যেও মানবিক ঐক্যের স্মারক। কবিতা ও নাটকের যৌথ-আঙ্গিকে শিল্পের এই বিজয়বার্তা আবার ঘোষণা করেছেন কবি-নাট্যকার কামরুল হাসান। মানবিক নান্দনিকতা অক্ষয় হোক। কামরুল হাসানের সৃষ্টিযাত্রা জয়যুক্ত হোক। -মুহম্মদ নূরুল হুদা, জাতিসত্তার কবি।