
চলো, ভালোবাসি
মানুষ অসীম সম্ভাবনার অধিকারী। জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আর মানব-মানবীর দেহ-মনের অপার সৌন্দর্যরহস্য অনুভবের চেষ্টাই আমাকে কলম হাতে নিতে উদ্বুদ্ধ করেছে। আবেগময়তা আর সহজ-সরল উপস্থাপনা আমার লেখার অন্তর্নিহিত শক্তি ও প্রেরণা। এই আবেগময়তার মূল উৎস হচ্ছে আত্মপ্রত্যয় আর সত্য দৃষ্টি নিয়ে আনন্দের সন্ধানলাভ করা। মনের আনন্দে লিখি বা মনের তাগিদে লিখি, এ কথা না বলে বলতে চাই, আনন্দলাভের তাগিদে লিখি। অবাধ সৌন্দর্যের আধার যে প্রকৃতি তার সমস্ত সৌন্দর্যই বিধৃত রয়েছে নারী-পুরুষের মাঝে। তাদের মিলনের তীব্র আকাক্সক্ষার সুন্দরতম নামই প্রেম। সামাজিক সভ্যতার মুখোশ পরিয়ে এই প্রেমকাম কখনই দমিয়ে রাখা যায়নি এবং যাবেও না। মানব-মানবীর কামাকাঙ্ক্ষাই তাদের গতিশীল ও আনন্দময় রাখে, যা তাদেরকে সৃজনশীল হতে এবং সমাজ-সংসারকে কিছু দেবার ক্ষমতা অর্জনে সহায়তা করে- এ আমার ব্যক্তিগত অভিমত। লেখালেখির জন্য পড়াশোনার পাশাপাশি যে ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে তা হলো কোনো কিছুর গভীরে প্রবেশ করার, অনুসন্ধান করার এবং ডিটেইলে দেখবার, ভাববার অদম্য ইচ্ছে ও ক্ষমতা। কবিতাপ্রেমী পাঠকের প্রতি আমার শুভাশিস রইল।