Image Description

বোম্বে কলকাতার ঝড় তোলা নায়িকারা

৳250
Format Paperback
Language Bangla
ISBN 978 984 20 0528-2
Edition 1st
Pages 128

সিনেমায় অনেক আধুনিকতা এসেছে যুগে যুগে, বর্তমানে তো বটেই। তবুও কিছু সময়কালের সিনেমা চিরায়ত হয়েছে, যেমন হয়েছে নায়ক-নায়িকারা। সিনেমার নায়ক-নায়িকাদের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল, আগ্রহ সব সময়েই দেখা যায়। কোটি কোটি সিনেমা-দর্শককে রূপের মোহজাল ছড়িয়ে আর মেধার দ্যুতিময় চমকে আবিষ্ট করা নায়িকাদের সম্পর্কে জানতে মানুষের উৎসাহে ভাটা পড়ে না কোনো সময়ে। অতীত দিনের নায়িকাদের মধ্যে যারা একসময় ঝড় তুলেছেন রুপালি পর্দায়, সবার হৃদয়ে শিহরন জাগিয়েছেন, পৃথিবী থেকে চিরবিদায় নেয়ার পরে কিংবা বার্ধক্যে উপনীত হলেও তারা কিংবদন্তি হয়ে আছেন সিনেমার অঙ্গনে। চল্লিশ থেকে সত্তরের দশক পর্যন্ত বোম্বে-কলকাতার সিনেমায় ঝড় তোলা বেশ কয়েকজন জনপ্রিয়, অবিস্মরণীয় নায়িকার অভিনয় জীবন, ব্যক্তিজীবনের জানা-অজানা অধ্যায়ের কথা তুলে ধরা হয়েছে এই গ্রন্থে- যারা আজও নানাভাবে, নানা কারণে আমাদের আলোড়িত করেন, উদ্দীপ্ত করেন। যাদের অভিনয় কর্ম, পর্দায় উপস্থিতি, মোহনীয় পর্দা-ইমেজ, ব্যক্তিজীবনের নানা নাটকীয় অধ্যায় এখনও আমাদের নস্টালজিক করে তোলে। ওই সময়ের আগ্রহীদের পাশাপাশি নতুনদের আগ্রহকে সামনে রেখেই যেন সেই সময়ের নির্বাচিতদের তুলে এনেছেন এই লেখক। তাঁর নির্বাচিত প্রথম বইয়ের নায়িকারা হচ্ছেন- দেবিকা রাণী, মধুবালা, মীনা কুমারী, নার্গিস, সুচিত্রা সেন, নূতন, বৈজয়ন্তী মালা, সুরাইয়া, ওয়াহিদা রেহমান, স্মিতা পাতিল, শর্মিলা ঠাকুর, শাবানা আজমি, রেখা, পারভীন বাবি, মুমতাজ, জয়া ভাদুড়ি ও হেলেন।

Rezaul Karim Khokan / রেজাউল করিম খোকন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জনের পর ব্যাংকিং পেশায় নিয়োজিত হন। বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকে কর্মরত রয়েছেন। স্কুল জীবন থেকেই তাঁর লেখালেখির সূচনা। ব্যাংকিং পেশায় কর্মব্যস্ততার মাঝেও তিন দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি করছেন। গল্প-উপন্যাস, বিনোদন, অ্যাডভেঞ্চার, লাইফস্টাইল, অর্থনীতি, ব্যাংকিং প্রভৃতি তাঁর লেখার বিষয়বস্তু। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৮।