পুণ্যের ঘরে শূন্য দিয়ে: ব্যতিক্রমী আট
৳350
আমাদের সমাজে এমন অনেক মানব হিতৈষী গুণীজন ছিলেন যাঁরা তাঁদের কাজের মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে প্রভূত অবদান রেখে গেলেও আজ তাঁরা প্রায় বিস্মৃতির আড়ালে। অথচ আমরা সবাই তাঁদের কাজের ফসল প্রতিনিয়ত ভোগ করে চলেছি। যুগে যুগে এসব গুণীজন মানুষের হিতসাধনের জন্য নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্যের বিষয়টি কখনও বিবেচনায় আনেননি। মানব কল্যাণে তাঁদের এক জীবনের যে বিপুল কর্মযজ্ঞ তা পরিমাপ করাও সহজ কর্ম নয়। ব্যতিক্রমী আট-এ জয়নাল হোসেন সেই দুঃসাধ্য কাজটি সম্পন্ন করেছেন। আশা করি পাঠক এতে তাঁদের সম্পর্কে মূল্যবান কিছু কথা জানতে পারবেন।