
আমি ছবি আঁকি
৳105
এই সিরিজের কোনো বই মূল পাঠ্যপুস্তক নয়। পাঠ্যপুস্তক হাতে তুলে দেওয়ার আগে শিশুদের এই বইগুলো দেওয়া যেতে পারে। এতে বইয়ের প্রতি শিশুর আগ্রহ তৈরি হবে। এ বয়সে শিশুরা ছবি আঁকতে ও গল্প শুনতে পছন্দ করে। এই বইয়ের ছবিগুলোতে শিশুরা প্রথমে রঙপেন্সিল দিয়ে রঙ করবে। এরপর ছবিগুলো নিজে নিজে আঁকার এবং রঙ করার চেষ্টা করবে।