আরব স্থাপত্য
আরব স্থাপত্য ইসলামি স্থাপত্যের প্রারম্ভিক অধ্যায়। ইসলাম আবির্ভাবের প্রাক্কালে মধ্য আরব হিজাজে আরবদের কোনো স্থাপত্য ঐতিহ্য না থাকায় মহানবীর মদীনার গৃহ ও মসজিদকে কেন্দ্রবিন্দু ধরে নিকটবর্র্তী সিরীয়, গ্রেকো-রোমান-বাইজান্টাইন ও পারসিক সভ্যতা থেকে উপকরণ নিয়ে যে মিশ্রিত উপকরণের সমন্বয়ে নতুন স্থাপত্যের সৃষ্টি করা হয়েছে তা-ই বর্তমানে আরব স্থাপত্য বলে চিহ্নিত। এই আরব স্থাপত্যের কাঠামোতে পরবর্তীকালে নতুন নতুন তুর্কি, আর্মেনীয়, চৈনিক, ভারতীয়, স্প্যানিশ ও উত্তর আফ্রিকীয় উপকরণ সংযোজিত হয়ে বিভিন্ন অঞ্চলে মুসলিম স্থানীয় স্থাপত্য-প্রকারের যে বিকাশ ঘটেছে তা এই আরব স্থাপত্য থেকেই উদ্ভূত। আরব স্থাপত্যের গুরুত্ব এইখানেই। আরব স্থাপত্য তাই সামগ্রিক ইসলামি স্থাপত্যের ভিত। ইসলামি স্থাপত্যের গঠন প্রক্রিয়া সম্বন্ধে জানতে হলে আরব স্থাপত্য শীর্ষক এই গ্রন্থটির প্রয়োজনীয়তা অপরিসীম। গ্রন্থকার বইটিতে সমসাময়িক আরবি ঐতিহাসিকদের যেমন উদ্ধৃতি দিয়েছেন তেমনি আধুনিক কালের প্রত্মতাত্ত্বিক আবিষ্কারের উপাত্ত সংযোজনে বিদ্যমান ইমারতের বর্ণনা ও ইতিহাসের আলোকে তার মূল্যায়নও করেছেন। ইতিহাস ও স্থাপত্যের ছাত্রদের জন্য বইটি একটি আবশ্যিক পাঠ হিসেবে বিবেচিত হবে, তা নিঃসন্দেহে বলা যায়।