
নাট্যসমগ্র ২
বিশিষ্ট নাট্যজন রবিউল আলমের নাট্যসমগ্র ১ গ্রন্থে সত্তর দশকের সাতটি নাটক স্থান পেয়েছিল। বর্তমান গ্রন্থ নাট্যসমগ্র ২-এ অন্তর্ভুক্তি ঘটেছে আশি ও নব্বই দশকের ছয়টি নির্বাচিত নাটক। গ্রন্থভুক্ত নাটকগুলোর প্রত্যেকটি পূর্ণাঙ্গ নাটক তবে প্রতিটির সুর, সংলাপ ও মেজাজ ভিন্ন। প্রথম তিনটি নাটক হাস্যরসাত্মক, চতুর্থটি মুক্তিযুদ্ধের এবং পরের দুটি যথাক্রমে যৌতুক ও সন্ত্রাসবিরোধী। নাট্যসমগ্র ২-এর নাটকগুলোর একটি প্রযোজনা করেছে তির্যক নাট্যগোষ্ঠী। বাকি নাটকগুলো প্রযোজনা করেছে বিভিন্ন দল ও সংস্থা। ভালো কমেডি লেখা দুরূহ কাজ; আমাদের বিশ্বাস রবিউল আলম সেই কাজটি করতে সক্ষম হয়েছেন বেশ দক্ষতার সঙ্গেই। নাটক রচনার ভূমিকা দ্বিজ; পাঠ ও অভিনয় দুই ক্ষেত্রেই। আর এই দুই ক্ষেত্রেই রবিউল আলম তাঁর সৃষ্টিশীলতার আবারও সাাক্ষাৎকার রাখলেন। এবং প্রেরণা যোগালেন সতীর্থ নাট্যকর্মীদের নাট্যসমগ্র প্রকাশের মধ্য দিয়ে। তাঁর নাট্যগ্রন্থগুলোর প্রতি নাট্যরসিকদের শুভদৃষ্টি পড়ক, তাদের কাছে সমাদৃত হোক এই আমাদের আশা।