Image Description

কবিতার বই

৳150
Format Paperback
Language Bangla
ISBN 984-20-0027-3
Edition 1st
Pages 172

আব্দুল মান্নান সৈয়দ মূলত কবি। নানাদিকে সচল পদচারণা থাকলেও কবিতার রাজ্যে তিনি একক। অনেক বছর তাঁর কোনো কবিতার বই বের হয়নি। তবে পত্রপত্রিকায় তিনি খুবই নিয়মিত প্রকাশিত হয়ে চলেছেন। কবিতার বই নামের এই বইটিতে নতুন করে দেখতে পাব মান্নান সৈয়দ গতানুগতিক পথে চলেন না। বইটিতে দেখা যাবে বিষয়বিচিত্রতার সঙ্গে লিরিক কবিতার একন নতুন উন্মীলন। ব্যতিক্রমী এই কবিতাগ্রন্থটিতে মান্নান সৈয়দের কবিতার সঙ্গে তাঁর কবিতার সম্পর্কে দেশবরেণ্য সুধী কয়েকজনের তীক্ষè পর্যবেক্ষণ গ্রথিত হয়েছে। লিখেছেন : শওকত ওসমান, আবুল হোসেন, শামসুর রহমান, আল মাহমুদ, শহীদ কাদরী, আবু হেনা মোস্তফা কামাল, আবদুল্লাহ আবু সায়ীদ, সিকদার আমিনুল হক, মুস্তফা আনোয়ার, আবদুস সেলিম প্রমুখ থেকে তরুণতম লেখক-কবিবৃন্দ।

Abdul Mannan Syed / আবদুল মান্নান সৈয়দ

সব্যসাচী লেখক হিসেবে খ্যাতিমান আবদুল মান্নান সৈয়দ শতাধিক গ্রন্থের রচয়িতা। কবি ও সমালোচক রূপে তাঁর যশের সঙ্গে যুক্ত হয়েছে গল্পকার ও ঔপন্যাসিক হিসেবেও । আলোড়নসৃষ্টিকারী সত্যের মতো বদমাশ ছিল তাঁর প্রথম কথাসাহিত্যিক প্রয়াস। সন্দীপন চট্টোপাধ্যায় একবার আবদুল মান্নান সৈয়দ-এর একটি গল্পগ্রন্থ পড়ে লিখেছিলেন, ‘বইটি আমার পাঠ-অভিজ্ঞতার অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার।’ সুনীল গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, ‘এটি নিছক গল্প-উপন্যাসের বই নয়, একটি পরীক্ষামূলক রচনা, ভেবেচিন্তে লেখা। যেসব রচনা সাহিত্যকে বিস্তৃত করে, পাঠককে শিক্ষিত করে-এই গ্রন্থটি সেই জাতের এবং এই লেখকের সেরকম যোগ্যতা আছে নিঃসন্দেহে।’ নন্দগোপাল সেনগুপ্ত বিশ্বসাহিত্যের অন্যান্য গল্পকারের সঙ্গে মান্নান সৈয়দ-এর গল্প আলোচনা করেছেন। মান্নান সৈয়দ তাঁর অন্যান্য লেখার মতো উপন্যাসেও কখনো এক-জায়গায় থাকেননি, ক্রমাগত নতুন নতুন বিষয় দখল করেছেন। ভাঙা নৌকা দেশবিভাগের পটভূমিকায় লেখা এক অসামান্য নতুন উপন্যাস।