রঙ বদলের জীবনযাপন
৳450
তিন-চার দশক আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে পার্থক্য অনেক। যুগ বদলেছে, দেশ বদলেছে, জীবন বদলেছে। আমাদের জীবনযাপনে নানা পালাবদল ঘটেছে। মানুষের ফ্যাশন, ভাবভঙ্গি বদলেছে। জীবনের ভাষা বদলেছে। রঙ বদলের জীবনযাপনে নিত্যনতুন নানা অনুষঙ্গ যুক্ত হয়েছে। আবার হারিয়ে গেছে অতি পরিচিত, বহুল আলোচিত অনেক কিছুই। জীবনযাপনের পালাবদলে অনেক অনাকাক্সিক্ষত বিষয় ও অনুষঙ্গ যুক্ত হয়েছে তেমনিভাবে। তারপরেও জীবন থেমে নেই। জীবন থেমে থাকে না, বহতা নদীর মতো এগিয়ে যায় চূড়ান্ত গন্তব্যে। এটাই জীবনের বৈশিষ্ট্য। রঙ বদলের জীবনযাপনের নানা বিষয় খুব কাছ থেকে দেখার চেষ্টা করা হয়েছে এই বইয়ে। যা পাঠক-পাঠিকাদের নিজস্ব পর্যবেক্ষণ ও উপলব্ধির সঙ্গে অনেক ক্ষেত্রেই মিলে যাবে আশা করা যায়।