Image Description

ফেদেরিকো গারসিয়া লোরকা : ইয়ের্মা

৳160
Format Hardcover
Language Bangla
ISBN 978 984 20 0447-6
Edition 1st
Pages 96

ইয়ের্মা লোরকার এক অভিনব নাট্যসৃষ্টি। স্প্যানিশ ইয়ের্মা শব্দের অর্থ নিষ্ফলা বা বন্ধ্যা। এ এক নিষ্ফলা নারীর মনোযন্ত্রণার কাহিনি। সন্তানহীনা ইয়ের্মার সমস্ত সত্তা জুড়ে থাকে একটি সন্তানের জন্য উদগ্র আকাঙ্ক্ষা, যা তাকে ক্রমশ মানসিকভাবে বিপর্যস্ত এক নারীতে পরিণত করে। অন্যদিকে তার স্বামী হুয়ান-এর বিপরীত অবস্থান। সে নিজের পারিবারিক মর্যাদাকে অর্থনৈতিকভাবে উচ্চে তোলার জন্য মরিয়া এক কৃষক। তাই তার কাছে সন্তান জীবনযুদ্ধের গতিতে একটা বিঘ্ন মাত্র। এ নিয়ে চলে দু’জনের মধ্যে দ্বন্দ্ব। এর মাঝে থাকে ইয়ের্মার বাল্যকালের বন্ধু ভিক্তর, যার সঙ্গে কেবল শ্রেণিগত অসাম্যের কারণে মিলন ঘটেনি ইয়ের্মার। নাটকীয় ঘাত-প্রতিঘাতের এক পর্যায়ে নিজের নারী-অস্তিত্বের পূর্ণতা পেতে মরিয়া ইয়ের্মা হুয়ানকে হত্যা করে এবং বলে যে, সে তার সন্তানকে হত্যা করেছে। কারণ এর পর তার মর্মযন্ত্রণার নাছোড় সেই মাতৃআকাক্সক্ষা আর থাকবে না। মানবজীবনের চলমান নেতিস্রোতের মুখে ইয়ের্মা আমাদের অস্তিত্বকে ধরে রাখার একটা বাঁধ। এই জ্বালা-যন্ত্রণার প্রেমহীন সংসারে ইয়ের্মার সেই সন্তান-আকাক্সক্ষা সেকালের ফ্যাসিবাদী শাসকের হাত থেকে স্পেন রাষ্ট্রের মুক্তির স্বপ্নপ্রতীকও বলা যায়। নতুন যুগের হাস্যোচ্ছল এক আশ্চর্য নবজাতকের অপেক্ষায় আমরাও আজ প্রাণ হাতে-ধরে আছি। ইয়ের্মার পাঠ তাই আমাদের জন্য তাৎপর্যপূর্ণ। ফেদেরিকো গারসিয়া লোরকা (১৮৯৮-১৯৩৬) স্প্যানিশ ভাষার ক্ষণজন্মা কবি ও নাট্যকার। জন্ম স্পেনের আন্দালুসিয়ায় ফুয়েন্তে বাকারোস নামের ছোট্ট শহরে। তিনি স্পেনের ফ্যাসিবাদী সরকার কর্তৃক নিহত হন। ১৯৭৫ সালে ফ্যাসিস্ট স্পেন-সরকারের পতনের আগ পর্যন্ত স্পেনে লোরকার পাঠ নিষিদ্ধই ছিল। লোরকা ছিলেন একাধারে কবি, চিত্রশিল্পী, নাট্যকার, অভিনেতা, পিয়ানিস্ট এবং সংগীত পরিচালক। মাত্র ৩৮ বছরের জীবনে সৃষ্টিশীলতার ভেতরেই তাঁর সকল মুহূর্ত মুখর ছিল। লোরকার বিখ্যাত কাব্যগ্রন্থ গানের মালা, জিপসি পদাবলী, নিউ ইয়র্কে কবি ইত্যাদি। লোরকার উল্লেখযোগ্য নাটক মারিয়ানা পিনেদা, পাঁচ বছর পর, রক্তপুষ্পশয্যা, ইয়ের্মা, বার্নার্দা আলবার ঘর ইত্যাদি।

Shubhashis Sinha / শুভাশিস সিনহা

জন্ম ১৯৭৮ সালের ২৯ জানুয়ারি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ঘোড়ামারা গ্রামে। পিতাÑলালমোহন সিংহ, মাতাÑফাজাতম্বী সিনহা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন। নিজ গ্রামে স্বপ্রতিষ্ঠিত মণিপুরি থিয়েটার ও লেখালেখি নিয়ে তৎপর আছেন। তিনি হওয়া না-হওয়ার গান কাব্যগ্রন্থের জন্য এইচএসবিসি-কালি ও কলম তরুণ লেখক পুরস্কার এবং কুলিমানুর ঘুম উপন্যাসের জন্য ব্র্যাক-ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার (হুমায়ূন আহমেদ পুরস্কার) লাভ করেছেন। নাট্যক্ষেত্রে অবদানের জন্য পেয়েছেন জাকারিয়া স্মৃতিপদক, তনুশ্রী পদক, আবদুল জব্বার খান স্মৃতিপদক ও জীবনসংকেত সম্মাননা। মণিপুরি সাহিত্যে অবদানের জন্য ভারতের আসাম থেকে দিলীপ সিংহ স্মৃতি সাহিত্য পুরস্কার এবং মণিপুরি নাট্যকলায় বাংলাদেশের পৌরি প্রবর্তিত গীতিস্বামী অ্যাওয়ার্ড অর্জন করেছেন।