Image Description

অনার্যজন

৳420
Format Hardcover
Language Bangla
ISBN 978-984-20-0493-3
Edition 1st
Pages 208

অনার্যজন মহাভারত-কেন্দ্রিক উপন্যাস। মহাভারতীয় যুগে অনার্য রাজা এবং অনার্য জনগোষ্ঠীর পরিচয় রয়েছে এই উপন্যাসে। মহাভারতে এরা পরাজিত শক্তি। তাদের সম্পর্কে নেতিবাচক ধারণাই পরিব্যাপ্ত সর্বত্র। কিন্তু এরা কি সত্যিকার অর্থেই তুচ্ছ-তাচ্ছিল্য বা অবহেলার পাত্র? এ প্রশ্নের উত্তর খুঁজতেই এই উপন্যাস।

Abul Kasem / আবুল কাসেম

জন্ম কুমিল্লা জেলার ঝাকুনিপাড়া গ্রামে ১লা জুলাই ১৯৫৫-তে। প্রাইমারি স্কুল থেকেই তিনি মেধাবী ছাত্র হিসেবে পরিচিতি লাভ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। সরকারি কলেজে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে বিসিএস প্রশাসন ক্যাডারে প্রবেশ করেন। বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব। ছাত্র অবস্থা থেকেই তিনি লেখালেখির সঙ্গে জড়িত। দৈনিক বাংলা (অধুনালুপ্ত), দৈনিক সংবাদ, দৈনিক ইত্তেফাক, সাপ্তাহিক বিচিত্রা (অধুনালুপ্ত), বাংলা একাডেমি পত্রিকাসহ বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর আলোচনা, প্রবন্ধ, গল্প, গবেষণা-নিবন্ধ প্রভৃতি ছাপা হয়েছে। এযাবৎ তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৪। কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি বিশ্ববিদ্যালয় স্বর্ণপদকসহ নানা পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।