Image Description

একটু একটু করে বোবা হয়ে যাচ্ছ তুমি

৳190
Format Paperback
Language Bangla
ISBN 978 984 20 0453-7
Edition 1st
Pages 96

দ্বন্দ্বমুখর রাতের আকাশে তুমি এক নিরাপদ তন্দ্রা কেঁপে কেঁপে ওঠো জলের স্পর্শে দেবদারুর গাঢ় অন্ধকারে অবিরাম বর্ষণ জানালায় লাল পর্দা ছুঁয়ে ছিলে ওষ্ঠ ও বঙ্কিম চাঁদ, আকাশে ঝাঁকে ঝাঁকে স্তন প্রদর্শনী আকাশে ঝাঁকে ঝাঁকে মিগ-টুয়েন্টি ফোর সরল অঙ্ক ছেড়ে মানসাঙ্ক নিমেষে বদলে ত্রিকোণমিতি তোমার একটা জ্বলজ্বলে চোখ নাভিমূলে তোমার একটা নগ্ন পা দেয়ালের ভাঁজে অনির্ণীত তুমি, অনির্ণীত আমি এবং মুক্ত সারসেরা রজ্জুপথে পারদের হাতছানি, প্রেম উবে গেলে পড়ে থাকে ধূসর সন্ধ্যা প্রেম জেগে উঠলে জেগে ওঠে সহিংস যৌথতা আমাদের নিরন্তর জতুঘর...

Novera Hossain / নভেরা হোসেন

নভেরা হোসেন। জন্ম : ২০ সেপ্টেম্বর ১৯৭৫, মাদারীপুর শহরে নানাবাড়িতে। শৈশব হতেই ঢাকায় বেড়ে ওঠা। তিনি লেখাপড়া করেছেন ধানমন্ডির কাকলি উচ্চ বিদ্যালয়, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে। লিটল ম্যাগাজিনে লেখা শুরু করেছেন ২০০০ সালের পর থেকে। বর্তমানে বিভিন্ন লিটল ম্যাগাজিন, দৈনিক পত্রিকা এবং গবেষণাধর্মী জার্নালে লেখেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ : হারানো দোকান এল দরাদো ২০০৯ (জনান্তিক), একজন আঙুল শুধু হেঁটে বেড়ায় ২০১০ (সংবেদ), আর কারনেশন ফুটল থরে থরে ২০১৩ (শুদ্ধস্বর) এবং পিয়াস মজিদের সাথে যৌথভাবে সম্পাদনা করেছেন নির্বাচিত কবিতা : শামীম কবীর ২০১০ (অ্যাডর্ন)। এছাড়া ২০১১ সালে শুদ্ধস্বর থেকে প্রকাশিত হয় তাঁর গল্পগ্রন্থ পেন্ডুলাম ও শিশুর দোলনা। তিনি কিছুদিন নৃবিজ্ঞান বিষয়ে শিক্ষকতা করেছেন এবং কয়েকটি প্রতিষ্ঠানে গবেষণা কাজের সাথে যুক্ত ছিলেন।