Image Description

অতীশ

৳380
Format Paperback
Language Bangla
ISBN 978 984 20 0446-9
Edition 1st
Pages 190

প্রাচীন বঙ্গের জ্ঞানসূর্য বলে খ্যাত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। সমকালীন বৌদ্ধবিশ্বকে আপন আলোয় আলোকিত করে তিনি আজও সুউচ্চ আসনে অধিষ্ঠিত। এই জ্ঞানতাপসের জীবনসাধনার বর্ণিল অধ্যায়গুলোর শৈল্পিক রূপায়ণ ঘটেছে এই ঐতিহাসিক উপন্যাসে। এতে অতীশ দীপঙ্করের জন্ম ও রাজবংশ পরিচিতিসহ প্রাসঙ্গিকভাবে এসেছে অতীশ-গুরু নাড়োপা এবং শিষ্য চর্যাপদের কবি ভুসুকুপার কথা-যাঁরাও ছিলেন প্রতিভা, প্রজ্ঞা এবং অধ্যাত্ম গরিমায় বাঙালি মনীষার উজ্জ্বল নক্ষত্র। কাহিনির গতিময়তা, ঘটনার নাটকীয়তা, ভাব ও বিষয়বস্তুর গভীরতা, অধ্যাত্ম ভাবলোকের তান্ত্রিক বিশ্বাসযোগ্যতা এবং চরিত্র নির্মাণ ও পরিস্ফুটনের দক্ষতায় ঔপন্যাসিক অসামান্য শক্তিমত্তার পরিচয় দিয়ে উপন্যাসটিকে অনন্য শৈল্পিক উচ্চতায় নিয়ে গেছেন; অতীশের চরিত্রের মতই যেন সুউচ্চ এর চূড়া।

Abul Kasem / আবুল কাসেম

জন্ম কুমিল্লা জেলার ঝাকুনিপাড়া গ্রামে ১লা জুলাই ১৯৫৫-তে। প্রাইমারি স্কুল থেকেই তিনি মেধাবী ছাত্র হিসেবে পরিচিতি লাভ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। সরকারি কলেজে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে বিসিএস প্রশাসন ক্যাডারে প্রবেশ করেন। বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব। ছাত্র অবস্থা থেকেই তিনি লেখালেখির সঙ্গে জড়িত। দৈনিক বাংলা (অধুনালুপ্ত), দৈনিক সংবাদ, দৈনিক ইত্তেফাক, সাপ্তাহিক বিচিত্রা (অধুনালুপ্ত), বাংলা একাডেমি পত্রিকাসহ বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর আলোচনা, প্রবন্ধ, গল্প, গবেষণা-নিবন্ধ প্রভৃতি ছাপা হয়েছে। এযাবৎ তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৪। কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি বিশ্ববিদ্যালয় স্বর্ণপদকসহ নানা পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।