
নাট্যসমগ্র-৩
৳500
নাট্যকার রবিউল আলম তীক্ষ দৃষ্টি দিয়ে আমাদের সমাজজীবনকে অবলোকন করেন। সমাজ মুখ্য হলেও ব্যক্তি তাঁর চোখে গৌণ নয়। ব্যক্তির আশা-আকাক্সক্ষা ও জীবনসংগ্রামের বিষয়টা রবিউল আলমের নাট্যচর্চায় প্রতিফলিত। তাঁর সংলাপ জোরালো, চরিত্রাঙ্কন নিপুণ, কাহিনিবিন্যাস উল্লেখযোগ্য। একজন ধীমান ও পরিণত নাট্যকারের স্বর দেখা যায় তাঁর নাটকে। নাট্যসমগ্র তার পরিচয় বহন করে। রবিউল আলমের নাট্যসমগ্র ৩-এ ছয়টি নাটক স্থান পেয়েছে। নাটকগুলির রচনাকাল ২০০০-২০১০ সালের মধ্যে। নাপুস আবার এবং সবুজিয়া নব্বুই দশকে রচিত, তবে নাটক দুটি পুনর্লিখিত। গ্রন্থের সবকটিই পূর্ণাঙ্গ মৌলিক নাটক। চলনবিল নাটকের উপাখ্যান ও গান সংগৃহীত। পরিশিষ্টে তার বিস্তারিত বিবরণ আছে। চলনবিল এবং সবুজিয়া বাদে বাকি চারটি নাটকের সুর হাস্যরসাত্মক। নাটকগুলির প্রথম প্রযোজনার বিবরণ পরিশিষ্টে সংযোজিত।