Image Description

দাদিমার হরফ শেখা

৳150
Format Paperback
Language Bangla
ISBN 978 984 20 0390-5
Edition 1st
Pages 95

এ কাহিনী তিন প্রজন্মের। দুই ভিন্ন সমাজ ও সংস্কৃতির। যুদ্ধ এবং তার উপজাতের। এ কাহিনী অভিবাসনের, অভিবাসীর জীবন-যন্ত্রণা ও নতুন পরিবেশে মানিয়ে নেয়ার সংগ্রামের। সর্বোপরি এক পারিবারিক বন্ধনের সন্ধান। এতকিছু কি একটি মাত্র নভেলায় ফুটিয়ে তোলা সম্ভব? হ্যাঁ, সম্ভব হয়েছে। সাহিত্যিক আই এ আর উইলির কুশলী হাতের মায়াবী যাদু-য়ে বোনা এ এক অসম্ভব মানবিক কাহিনী। ভালোবাসার, বেদনার এবং বন্ধনের... দাদিমার হরফ শেখা নভেলাটি Grandmother Bernle Learns Her Letter-এর স্বচ্ছ ও সাবলীল অনুবাদ। এটি ১৯২৬ সালে স্যাটারডে ইভেনিং পোস্ট-এ প্রকাশিত হয়। প্রকাশের পরপরই কাহিনীবিন্যাস ও বর্ণনশৈলীর কারণে এটি সবার চোখে পড়ে। ১৫ বছরের মধ্যে এর ওপর ভিত্তি করে Four Sons নামে দু-দুবার চলচ্চিত্র নির্মিত হয়। পরিচালক জন ফোর্ড ১৯২৮ সালে নির্বাক এবং আর্চি মেয়ো ১৯৪০ সালে সবাক চলচ্চিত্র তৈরি করেন।

I A R Wylie / আই এ আর উইলি

আই এ আর উইলি (১৮৮৫-১৯৫৯) জন্মসূত্রে অস্ট্রেলিয়ান। কর্মসূত্রে জীবন কাটিয়েছেন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে। মূলত কথাসাহিত্যিক ও চিত্রনাট্যকার। কবিতাও লিখেছেন কিছু। গ্রন্থের সংখ্যা ৪০-এর উপর। তাঁর গল্প বলার ক্ষমতা এত চমৎকার ছিল যে সেগুলোর ওপর ভিত্তি করে ৩০টির মত চলচ্চিত্র নির্মিত হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত জর্জ কুকার পরিচালিত ক্যাথেরিন হেপবার্ন অভিনীত ১৯৪২ সালের ছবি কিপার অব দ্য ফ্লেম।/অনুবাদক কবির চান্দ জীবনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অবলোকন করতে চান। উৎসুক তিনি ভিন্ন রকম পাঠেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক। একই বিভাগ থেকে স্নাতকোত্তর, আরেকবার মাস্টার্স করেছেন অর্থনীতিতে, জাপান থেকে। কিছুদিন পড়িয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। অসম্ভব রকম বৈচিত্র্য-সন্ধানী কবির চান্দ ভালোবাসেন পড়াতে, তার চেয়েও বেশি, পড়তে। এক সন্তানের জনক। জন্মেছেন নরসিংদীর রায়পুরায়, ১৯৭১ সালে। প্রকাশিত গ্রন্থ: খুনি ও বুদ্ধিজীবী (ছোট গল্প), আমার বাবা রবীন্দ্রনাথ (অনুবাদ)।