Image Description

নির্জনে একাকী

৳480
Format Paperback
Language Bangla
ISBN 978 984 20 0380-6
Edition 1st
Pages 239

এ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র অতসী এবং সজল হলেও কাহিনীর বিস্তৃতিতে তাদের বন্ধুবান্ধব এবং পারিপার্শ্বিক অবস্থার বলিষ্ঠ এক ভূমিকা রয়েছে। পুরোপুরি না হলেও মূলত এদের কারণেই অতসী এবং সজল দ্রুত পরস্পরের কাছাকাছি চলে এসেছিল। মানসিক দ্বিধা দ্বন্দ্বের টানাপড়েন সত্ত্বেও অতসী গভীরভাবে ভালোবেসেছিল সজলকে। আপাতদৃষ্টিতে সজলও ভালোবেসেছিল অতসীকে। তারপর সময় গাড়িয়েছে। অতসীর মনোজগতে ক্রমেই কালো মেঘের ছায়া জমে উঠেছিল। সে ছায়া অপসৃত হওয়ার সুযোগ না দিয়েই সজল নিয়ন্ত্রণ নিয়েছিল অতসীর উপর। এ কাহিনী পড়তে পড়তে কেউ নিজের মধ্যে মিল খুঁজে পেলে সে দায় লেখকের নয়। কারণ এটি সম্পূর্ণ কল্পনাপ্রসূত।

Karabi Mujib / করবী মুজিব

বন্দরনগরী চট্টগ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্ম। শহরে জন্মালেও গ্রামবাংলার সঙ্গে নিবিড় যোগাযোগ তাঁর চিন্তা, চেতনা ও মননে ফেলেছে অবিশ্বাস্য এক প্রভাব। অর্থনীতি এবং ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রী লাভের পর যোগ দেন ব্যাংকিং পেশায়। ডিএমডি পদ থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে তিনি চলে যান কানাডায়। হয়ে পড়েন গৃহিণী। অবসর জীবনের একাকিত্ব দেরীতে হলেও তাঁকে লেখার ব্যাপারে আগ্রহী করে তোলে। চলতি পথের অভিজ্ঞতাকে পাথেয় করে তিনি তাঁর সাহিত্য সাধনায় হাতেখড়ি নেন। রবীন্দ্রসংগীত যখন তাঁকে মোহাবিষ্ট করে সেসময় নজরুল সংগীত তাঁর অন্তরের বিদ্রোহী রূপটাকে প্রজ্বলিত করতে সাহায্য করে। বাউল সংগীত তাঁকে ফিরিয়ে নিয়ে যায় গ্রামবাংলার পথে-প্রান্তরে। পূর্ণিমার চাঁদ এবং নদীর কুলকুল ধ্বনি তাঁর প্রাণে সুর জাগায়। মানুষের ক্রমাগত মিথ্যাচরণ এবং ভণ্ডামি তাঁকে কষ্ট দেয়।