Image Description

অচেনা মানুষ অজানা কথা

৳300
Format Paperback
Language Bangla
ISBN 978 984 20 0386-8
Edition 1st
Pages 160

অচেনা মানুষ অজানা কথা বইয়ের পাতায় চড়ে মননশীল যে-কোনো পাঠক ভ্রমণ করে আসতে পারবেন হাজার বছর পেছনে থেকে লাখো বছর ভবিষ্যতে। শুধু অতীত বা ভবিষ্যত নয়, বর্তমানও আছে, আছে নানা দেশের বিচিত্র সব মানুষ, ঘটনা, কর্মযজ্ঞ, তাদের হাসি, কান্না, বেদনা ও বিরহের গানও। একদিন ‘উন্নয়ন’ ও ‘আধুনিকতা’র ধাক্কায় সোকোত্রা দ্বীপ হারাবে তার সমৃদ্ধ জীববৈচিত্র্য। চীনের জনশূন্য সুরম্য নগরীটি হয়ে উঠবে কোলাহলমুখর। পৃথিবীর ছাদ নামে পরিচিত পামিরের মানুষদেরই-বা কী হবে, কে জানে! সময়ের হাত ধরে সবই বদলে যাবে। বদলে তো যাবেই, কিন্তু তাই বলে কোথাও-কি থাকবে না হারানো দিনের এতটুকু চিহ্ন! এই চিহ্নটুকুকে ধরে রাখতেই এই বই।

Humayun Sadeque Chowdhury / হুমায়ুন সাদেক চৌধু

হুমায়ুন সাদেক চৌধুরীর জন্ম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি গ্রামে; ১৯৬০ সালের ৪ মার্চ। ছোটবেলা থেকে বইয়ের সঙ্গে সখ্য। সেই সূত্রে লেখালেখির জগতে। মূলত শিশুসাহিত্যই তার অঙ্গন, আরো নির্দিষ্ট করে বললে বলতে হয়, ছড়ার রাজ্যেই তার প্রধান পদচারণা। হুমায়ুন সাদেক চৌধুরী পড়েন বেশি, লিখেন কম। ফলে তার প্রথম লেখা ১৯৭৬ সালে ছাপা হলেও প্রথম বই Ñ কিশোরকবিতাগ্রন্থ এক কিশোরের মন প্রকাশ হয় তার দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পরে, ২০০৯ সালে ; অ্যাডর্ন থেকেই। এবার বেরুলো তার দ্বিতীয় বই। সাংবাদিকতা পেশাসূত্রে-যে বিচিত্রসব ঘটনা ও বিষয়ের সঙ্গে তাঁর নিত্য বসবাস, মননশীল এ বই তারই হস্তলিপি।