
প্রাঙ্গণে মোর: টোকা ডায়েরির পাতা থেকে
৳700
মানুষের সীমিত জীবনে তার আকাক্সক্ষার পেয়ালা কখন যে ফুরিয়ে যায় তা সে নিজেই টের পায় না। বিগত জীবনের ঘটনাবলী নিয়ে একসময় মানুষ ভাবতে শুরু করে, ভাবতে ভালোও লাগে তার। ফেলে আসা জীবনের ঘটনাবলী জীবনসায়াহ্নে এসে তাই স্মৃতিকাতরতার সৃষ্টি করে। তা দুঃখ বা সুখের হোক কিংবা যতই তুচ্ছ হোক। বিগত জীবনের মন্দ লাগা, ভালো লাগা বিষয়গুলো তার কাছে হয়ে ওঠে কখনও কখনও প্রিয় আর গুরুত্ববহ। নিবিষ্ট গবেষক জয়নাল হোসেনের টুকে রাখা ডায়েরিতে স্মৃত-জীবনের এমনই কিছু কথা এবার মলাটবন্দিÑ প্রাঙ্গণে মোর : টোকা ডায়েরির পাতা থেকে শিরোনামে। পাঠক এতে স্মৃতি জাগানিয়া এমন কিছু খুঁজে পাবেন যা তার মনকে নাড়া দিবে, করে তুলবে নস্টালজিক।