পড়ন্ত বেলার গল্প
৳750
মানুষ জীবনসায়াহ্নে এসে তার ফেলে আসা অতীত জীবনে ফিরে যেতে চায়। তাতে তার আনন্দ, তাতে তার তৃপ্তি ও সান্ত্বনা। এটাই জীবনের ধর্ম। এই ধর্মকে স্বীকৃতি দিতেই মানুষ জীবনচক্রের অর্থ খুঁজে পায়। চক্রের ঘূর্ণায়মান কাঁটা শৈশব থেকে যৌবন, যৌবন থেকে প্রৌঢ়, প্রৌঢ় থেকে বৃদ্ধÑ এই আবর্তে মানুষ তার শৈশব, যৌবন ও পরিণত বয়সের জীবনকে খুঁজে। এ বি এম হোসেন এই চক্রাকার পথ ধরেই রচনা করেছেন তাঁর আত্মজীবনীটি। এটি লেখকের কাছে নিছক স্মৃতিচারণ হলেও পাঠক এর মধ্যে শতাব্দীর সামাজিক ইতিহাসের খুঁটিনাটিও খুঁজে পেতে পারে। জানতে পারে তাঁর কালের মানবিকতা এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের ছোটখাটো অথচ উল্লেখযোগ্য নানা ঘটনা। জীবনের পড়ন্ত বেলায় এসে লেখক তাঁর বর্ণাঢ্য জীবনকে যেমন অনুভব করেছেন তারই চিত্র এঁকেছেন এই গ্রন্থে যথাযথভাবে এবং একজন ঐতিহাসিকের অনুসন্ধিৎসু দৃষ্টিতে।