
জাপানের সংস্কৃতি
সূর্যোদয়ের দেশ জাপান। জাপানে কথা উঠলেই ভেসে ওঠে মনের আয়না এর প্রাণপ্রাচুর্যপূর্ণ সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি। আর জাপানির সংস্কৃতির বলতে বোঝায় হাইকু, কাবুকি, নো, বনরাকু, ইকেবানা, চ্যানোয়ু, সামুরাই কিংবা শিন্টো ধর্ম বা জেন বৌদ্ধধর্ম। অর্থাৎ ধর্ম ও শিল্প-সাহিত্যÑগল্প, উপন্যাস, চিত্রশিল্প, চলচ্চিত্র, নাটক, সংগীত এমনিক ফুল সাজানো, চা পান কিংবা যুদ্ধবিদ্যা পর্যন্ত। আসলে জাপানের সংস্কৃতি বড়ই স্বকীয় বৈশিষ্ট্যমণ্ডিত আর এসব তারই দৃষ্টান্তমাত্র। জাপানের সংস্কৃতির মধ্যে বিষয়বস্তু আর সৃষ্টিশীলতা পরিচয় দিতে গেলে অনেক বড় ক্যানভাস আমাদের সামনে হাজির হয়। আর এই ক্যানভাস তুলে ধরতেই যেন যশস্বী লেখক হাসনাত আবদুল হাই এবার রচনা করলেন জাপানি সংস্কৃতির নিয়ে এই বিশাল গ্রন্থখানি। গবেষণাধর্মী আমেজ পাওয়া যাবে এই গ্রন্থটিতে। জাপানের সংস্কৃতির সবকিছুই যে বইতে স্থান পেয়েছে তা-ও আবার নয়। তবুও নানা খামতি সত্ত্বেও যতটুকু তিনি কুশলতার সঙ্গে তুলে এনেছে তাও কম নয়। বাংলা ভাষায় জাপানের সংস্কৃতি নিয়ে এত বড় গ্রন্থ প্রায় দুর্লভই বলতে গেলে। সেদিক দিক দিয়ে গ্রন্থটির প্রশংসা প্রাপ্য। সংস্কৃতমনাদের কাছে গ্রন্থটি কদর পাওয়াটা দুরাশা নয়।