Image Description

মাদকাসক্তি: কারণ, চিকিৎসা ও প্রতিরোধের উপায়

৳660
Format Paperback
Language Bangla
ISBN 978984889306-7
Edition 1st
Pages 448

যে কোন রোগ রোগী ও তার পরিবারকে ভুগিয়ে থাকে। কিন্তু মাদকাসক্তি এমন একটি মন-ব্রেইনের রোগ যার কুফলে সমাজ রাষ্ট্রের সবাইকে ভুগতে হয়। তাই সচেতন সকল নাগরিকের জন্য মাদকাসক্তি একটি উদ্বেগ ও আতঙ্কের বিষয়। এই বিষয়ে বাংলা ভাষায় পূর্ণাঙ্গ একটি বইয়ের অভাব অনেকেই অনুভব করেন। এই গ্রন্থটি সেই আগ্রহ ও প্রয়োজন মেটাবে বলা যায়। মাদকাসক্তির ধরন, প্রকৃতি, কারণ, চিকিৎসা, প্রতিরোধসহ সার্বিক বিষয়গুলো এই বইটিতে সন্নিবেশ করা হয়েছে। এক কথায় মাদকাসক্তির অ ঃড় ত সব কিছু পাওয়া যাবে একটি বইতে। মাদকাসক্ত রোগী, তাদের অভিভাবক, সামাজিক সংগঠন, এন.জি.ও ক্লিনিক, রি-হ্যাব সেন্টারসহ সাধারণ জনগণের প্রয়োজন ও চাহিদা মেটানোর সার্বিক চেষ্টা করা হয়েছে এই বইটিতে। বিশেষজ্ঞ ডাক্তার, সাধারণ ডাক্তার, মেডিকেলের ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং বিজ্ঞানমনস্ক সচেতন গবেষণা কর্মী ও বিভিন্ন একাডেমিক প্রতিষ্ঠানের জন্য এটি একটি রেফারেন্স বই হিসেবে কাজে লাগবে। মস্তিস্ক বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের সর্বশেষ ও সর্বাধুনিক গবেষণালব্ধ তথ্য উপাত্ত দিয়ে বইটি লেখা হয়েছে। তাই এর বিষয়বস্তু প্রমাণিত ও বিজ্ঞানসম্মত ।

Md. Tazul Islam / মোঃ তাজুল ইসলাম

ডা. মোঃ তাজুল ইসলাম একজন সাইকিয়াট্রিস্ট (মনোরোগ বিশেষজ্ঞ)। জন্ম চাঁদপুর জেলার মতলব থানাধীন পশ্চিম বাইশপুর (বালুচর) গ্রাম। পিতা-দেওয়ান আবদুল খালেক। তিনি মতলবগঞ্জ হাইস্কুল থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। 1992ইং সালে সাইকিয়াট্রিতে উচ্চতর এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। এরপর বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতালে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি সহযোগী অধ্যাপক হিসেবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত রয়েছেন। তিনি মানসিক রোগের চিকিৎসা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফেলোশিপ অর্জন করেন থাইল্যান্ড থেকে। পরবর্তীতে আরও উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন জাইকা ফেলোশিপ নিয়ে জাপান থেকে। মনোসামাজিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জাতীয় দৈনিক ও স্বাস্থ্য সাময়িকীগুলোতে যেসব মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ লিখে আসছেন, তিনি তাদের মধ্যে প্রথম সারির একজন। তার মনের সুখ, মনের অসুখ; মানসিক সমস্যা ধরন, কারণ ও প্রতিকার নামে দুটি মনোবিজ্ঞানের বই ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। তার পরবর্তী আত্ম-নির্মাণ ও আত্ম উন্নয়ণমূলক বই “মন ও মানুষ” ব্যাপক পাঠক প্রিয়তা পায়। এছাড়াও তার অনেক মৌলিক গবেষণা কর্ম রয়েছে। তিনি এখানো লেখালেখি ও গবেষণা কর্মে নিজেকে নিয়োজিত রেখেছেন।