
কাঠঠোকরা
৳60
হাতি ঘোড়া বাঘ ভালুকরাও বুঝালো যে, আনন্দভ্রমণের নৌকোয় একমাত্র কাঠঠোকরাকে না নেয়াটা মস্ত ভুল হয়েছে। কাঠঠোকরাও বুঝলো, ওদের ভুল তো হতেই পারে। অতএব ভুলও ভাঙলো, অভিমানও ভাঙলো। এবার সবাই মিলে শুরু করে দিল নাচ, গান হৈ-হুলোড়। কী আনন্দ!