
দেবদাস
৳100
দেবদাস গ্রন্থাকারে প্রথম গুরুদাস বন্দ্যোপাধ্যায় এন্ড সন্স, কলিকাতা থেকে ৩০শে জুন ১৯১৭ সালে প্রকাশিত হয়। এর আগে ভারতবর্ষ পত্রিকার ১৩২৩ সালের চৈত্র এবং ১৩২৪ সালের বৈশাখ-আষাঢ় সংখ্যায় এটি ছাপা হয়। দেবদাস শরৎচন্দ্রের অপেক্ষাকৃত তরুণ বয়সের রচনা (১৯০০) এবং এটি ছাপাতে তাঁর যথেষ্ট আপত্তি ছিল। কিন্তু কালান্তরে এটিই তাঁর সবচেয়ে জনপ্রিয় উপন্যাস হিসেবে সমাদৃত হয়েছে। অনেক ভাষায় দেবদাস অনূদিত হয়েছে। দেবদাস নিয়ে চলচ্চিত্র, নাটকও হয়েছে অনেক ভাষায়। বাঙালী লেখকদের মধ্যে আর কারো উপন্যাস নিয়ে এত চলচ্চিত্রায়ন হয়নি। দেবদাস-এর কাহিনী ঊনবিংশ শতাব্দীর বাঙালী মধ্যবিত্ত হিন্দুসমাজকে কেন্দ্র করে। কিন্তু এটি সমাজ এবং সময়কে জয় করে আজ বাঙালীর কাছে চির-বিরহের প্রতীক হয়ে উঠেছে।