Image Description

ধর্মের কাহিনী

৳100
Format Paperback
Language Bangla
ISBN 978 984 20 0212-0
Edition 1st
Pages 48

কয়েক বৎসর হইল তৃতীয় সংস্করণের পুস্তক নিশেষ হইলেও নানা অসুবিধা বশত এতদিন ইহার চতুর্থ সংস্করণ প্রকাশ করা সম্ভবপর হয় নাই। ব্যক্তিগত ও সামাজিক জীবনের মঙ্গলের জন্য এই ক্ষুদ্র পুস্তিকাখানির কিঞ্চিৎ প্রয়োজন আছে, ইহা বহুবার অনুভব করিয়াছি বলিয়াই এই ‘ধর্মের কাহিনী’ লোক-লোচনের সম্মুখে পুনরায় উপস্থিত করিতে সাহসী হইলাম। এই পুস্তক সংসারে সাবজনীন পাপস্রোতের বিরুদ্ধে ধর্মের এক স্বাভাবিক আর্তনাদ। মানুষকে সংসারে ধর্মের নামে ধর্মকে ফাঁকি দিয়ঃা নিত্য নিয়মিত অধর্ম করিতে দেখিয়া অন্তরে যে দারুণ বেদনা অনুভব করিয়াছি, এই ক্ষুদ্র পুস্তক তাহারই প্রকাশ মাত্র। যাহা লিখিয়াছি তাহার কিছুই কল্পনা করিয়া লিখি নাই, সমস্তই আমার প্রত্যক্ষ সত্য ও সত্যের ছবি। জানি, চোর কোন দিন ধর্মের কাহিনী শুনিবে না, তথাপি কোন মলিন আত্মা ক্ষণিকের তরেও ইহা শুনিয়া একটু শিহরিয়া উঠিতে পারে, এই ভরসায় পুস্তকখানি প্রকাশ করিলাম।

Mohammad Eaqub Ali Chowdhury / মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী

মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী (1888-1940) মুসলিম রেনেসাঁর একজন বিশিষ্ট সাহিত্যিক। তাঁর ধর্মের কাহিনী ধর্মেরই এক স্বাভাবিক আর্তনাদ। সংসারে ধর্মের নামে ধর্মকে ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অধর্ম করতে দেখে অন্তরে যে বেদনা জাগে এই পুস্তকে তা-ই ব্যক্ত হয়েছে। এতে বর্ণিত সব কথাই প্রত্যক্ষ সত্য - সত্যের ছবি। এয়াকুব আলীর কথা - ‘চোর কোন দিন ধর্মের কাহিনী শুনিবে না, তথাপি মলিন আত্মা ক্ষণিকের তরেও ইহা গুনিয়া একটু শিহরিয়া উঠিতে পারে, এই ভরসায় পুস্তকখানি প্রকাশ করিলাম।’