Image Description

এফফেনতি: মোল্লা নাসিরুদ্দিন হোজা এফেনদি’র গল্প

৳175
Format Paperback
Language Bangla
ISBN 978 984 20 0099-7
Edition 3rd
Pages 128

বিশ্বের লোকসাহিত্যে সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন নাসিরুদ্দিন হোজা এফেনদি। তুর্কি অটোম্যান সাম্রাজ্যে এককালে অন্তর্ভুক্ত ছিল উত্তর আফ্রিকা, বলকান, এশিয়া মইনর, মধ্য এশিয়া ও চীনের সিংচিয়াং অঞ্চল। এসব দেশ থেকেই ছড়িয়েছে তাঁর গল্প-কাহিনী। আমাদের দেশেও তিনি স্থান করে নিয়েছেন রসিক রাজা বীরবল ও গোপাল ভাঁড়ের পাশে। ইংরেজিতে তাঁর নাম ঊভভবহফর। এই নামটিই হান-ভাষীদের (চীনা ভাষা আসলে হান ভাষা অর্থাৎ হান জাতির ভাষা হিসেবে পরিচিত) উচ্চারণে এফফেনতি হয়ে গেছে। চীনের বাইরে অন্যান্য দেশে তাঁকে ‘এফেনদি’, ‘হোজা’ ও ‘মুল্লাহ’ বা ‘মোল্লা’ হিসেবেই সম্বোধন করা হয়। তাঁর আসল নাম নাসিরুদ্দিন (‘বিশ্বাসের জয়’)। এ সঙ্কলনে নাসিরুদ্দিন হোজা এফেনদি হিসেবে উল্লিখিত হয়েছে নামটি। তবে দেশভেদে নামের স্থানীয় রূপটিও কোথাও-কোথাও উল্লেখ করা হয়েছে নমুনা হিসেবে। এফফেনতি অত্যন্ত বুদ্ধিমান, বিচক্ষণ, পরিশ্রমী, সাহসী, ইতিবাচক মনোভাবের অধিকারী ও রঙ্গরসিক। তাঁর গল্প সবার জন্য, সব বয়সের জন্য। এই সংকলনে চীন, বালগেরিয়া, বসনিয়া এবং তুরস্ক অঞ্চলে প্রচলিত গল্প থেকে উল্লেখযোগ্য ও মজার গল্পগুলোকে একত্র করা হয়েছে।

Sazzad Qadir / সাযযাদ কাদির

জন্ম ১৯৪৭ সালের ১৪ই এপ্রিল, টাঙ্গাইলের মিরের বেতকা গ্রামের মাতুলালয়ে। তাঁর পিত্রালয় ওই একই জেলার দেলদুয়ারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাংলা ভাষা ও সাহিত্যে অনার্স ও এমএ পাস করেছেন যথাক্রমে ১৯৬৯ ও ১৯৭০ সালে। শিক্ষাজীবন শেষে অধ্যাপনা করেছেন করটিয়া’র সা’দত কলেজে, পরে সহকারী সম্পাদক ছিলেন সাপ্তাহিক বিচিত্রা ও দৈনিক সংবাদ-এর। বার্তা সম্পাদক ছিলেন দৈনিক দিনকালের। ১৯৭৮-৮০ সালে ছিলেন গণচীনের রেডিও পিকিং-এর ভাষা-বিশেষজ্ঞ। ১৯৯৫-২০০৪ সালে ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পরিচালক। বর্তমানে দৈনিক মানবজমিন-এর যুগ্ম সম্পাদক। সাযযাদ কাদির নেশায় কবি, পেশায় সাংবাদিক। কবিতা ছাড়াও লিখেছেন ছোটগল্প, নাটক। পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি করেন ইতিহাস থেকে কল্পবিজ্ঞান পর্যন্ত অনেক বিচিত্র ও কৌতূহলোদ্দীপক বিষয়ে। বিদেশের জনপ্রিয় উপন্যাস থেকে রসমধুর লোককাহিনী পর্যন্ত অনেক স্মরণীয় সাহিত্যসম্ভার তিনি উপহার দিয়েছেন পাঠক-পাঠিকাদের। তাঁর উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে : আজব তবে গুজব নয়, ইউএফও: গ্রহান্তরের আগন্তুক, উপকথন, উপকথন আবারও, উপকথন আরও, উপকথন ফের, গল্পগাছা, তেপান্তর, বরিবল নামা, মনপবন, সবার সেরা, সাগরপার এবং রঙবাহার।