Image Description

প্রফেসর ডাবল এ

৳160
Format Paperback
Language Bangla
ISBN 978 984 20 0337-0
Edition 1st
Pages 80

আবির, মাহাদি ও নাতাশা স্কুলপড়ুয়া তিন বন্ধু। হঠাৎ করেই একদিন এক বিচিত্র ঘটনার মাধ্যমে তাদের সাথে বিজ্ঞানী প্রফেসর ডাবল এ-এর পরিচয় ঘটে। প্রফেসর ডাবল এ তাদের দিলেন এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। মাত্র চারদিনের মধ্যে তার সাত বছরের মেয়ে অর্থিকে অপহরণকারীদের হাত থেকে উদ্ধার করতে হবে। আবির তীক্ষè বুদ্ধির অধিকারী, নাতাশা বিচক্ষণ আর মাহাদি সাহসী ও রসিক। তারা বিজ্ঞানের ভক্ত এবং দৈনন্দিন ব্যবহারের সামগ্রী দিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষায় পটু। অপহরণকারীদের নেতা ঋব২৬ অত্যন্ত শক্তিশালী ও ক্ষমতাবান গডফাদার। আবির, মাহাদি আর নাতাশা কি পারবে তাদের বুদ্ধিমত্তা, সাহসিকতা আর বিচক্ষণতা দিয়ে ঋব২৬-এর হাত থেকে অর্থিকে ফিরিয়ে আনতে? Ñজানতে হলে ডুবতে হবে এই দুর্দান্ত রোমাঞ্চকর কাহিনীতে। অ্যাডর্ন বিভিন্ন বয়স উপযোগী বিশেষায়িত বই প্রকাশ করার পাশাপাশি ঋদ্ধদের বয়সের ও তারও কম বয়সের শিশুদেরও উৎসাহিত করতে তাদের সৃষ্টি নিয়ে বই প্রকাশ করে এসেছে। ঋদ্ধ’র এই বই শিশু-কিশোরদের ভালো লাগবেÑতাতে কোনো সন্দেহ নেই।

Riddho Ridawanul Haque / ঋদ্ধ রিদওয়ানুল হক

ঋদ্ধ রিদওয়ানুল হক। তার জন্ম ২৭শে মার্চ ১৯৯৭-এ। ঋদ্ধ বিএএফ শাহীন কলেজ তেজগাঁও-এর একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্র। এই কিশোর অনুসন্ধিৎসু ও সৃজনশীল মনের অধিকারী। একদম ছোটবেলা থেকে বই পড়ার প্রতি ওর আগ্রহ। এ পড়া ক্রমান্বয়ে শখে পরিণত হয় আর তার সঙ্গে লেখাটাও। যে কোনো বিষয় নির্বাচন করেই তার উপর কয়েক লাইন লিখে ফেলাটা ওর সহজাত। মাঝে মাঝে সেইসব লেখা আবার পত্রিকায় পাঠাতো। আর তা ছাপাও হত। রহস্য উদঘাটন নিয়েও গল্প লিখেছে সেই সপ্তম, অষ্টম শ্রেণীতে পড়ার সময় থেকেই। এসএসসি পরীক্ষার পর অবসরে লিখে বসল ‘অজানা গন্তব্যের উদ্দেশ্যে’ যার গ্রন্থরূপ প্রফেসর ডাবল এ। ঋদ্ধ’র নানাভাই-এর উদ্যোগে এই লেখাটি প্রকাশও হলো। বৈজ্ঞানিক কল্পকাহিনীর এই লেখা কিশোর-কিশোরীদের নিশ্চয়ই নজর কাড়বে।