Image Description

মজার পড়া ১০০ ছড়া

৳230
Format Paperback
Language Bangla
ISBN 978 984 20 0256-4
Edition 1st
Pages 116

ছড়ায় ছড়ায় আলোকিত এখন বাংলা শিশুসাহিত্যভুবন। ‘ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে...’ এ-জাতীয় ছড়া কার না ভালো লাগে। ছড়া পড়তে ভালোবাসে ছোট-বড় সবাই। শিশুদের পাঠের হাতেখড়ি এই ছড়া দিয়ে। আধুনিক ছড়াসাহিত্যের পথিকৃৎ দক্ষিণারঞ্জন মিত্র-মজুমদার। তারপর কালের বিবর্তনের সঙ্গে ছড়াসাহিত্য সৃষ্টিশীলতার পথ বেয়ে অনেক দূর এগিয়েছে। স্বাধীনতা-উত্তরকালে বাংলাদেশের ছড়ায় আমূল পরিবর্তন ঘটেছে। একসময় ছড়া ছিল শিশুদের ঘুমপাড়ানির উপকরণ, তা এখন ঘুমজাগানিয়া স্লোগানে পরিণত হয়েছে। বর্তমানে এ দেশে যারা ছড়াসাহিত্যকে সমৃদ্ধ ও জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাঁদের মধ্য থেকেই ফয়েজ আহমদ, সুকুমার বড়ুয়া, লুৎফর রহমান রিটন, আমীরুল ইসলাম, ফারুক নওয়াজ এবং রহীম শাহ- এই ছয়জন ছড়াশিল্পীকে বেছে নেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেকেরই আলাদা আলাদা ছয়জি বই প্রকাশ করা হলো ‘মজার পড়া ১০০ ছড়া’ শিরোনামে। এঁদের সবার ছড়া নির্বাচন করা হয়েছে মূলত ছোট্টমণিদের কথা মাথায় রেখেই। আমীরুল ইসলামের ছড়ার জগৎ বৈচিত্র্যময়। জনসংগ্রাম, সামাজিক সমস্যা থেকে ৈএকেবারে শিশুতোষ ভাবনার চমৎকার প্রকাশ পেয়েছে তাঁর ছড়াগুলোতে।

Amirul Islam / আমীরুল ইসলাম

জন্ম ৭ এপ্রিল ১৯৬৪, লালবাগ, ঢাকা। পিতা প্রয়াত সাইফুর রহমান। মাতা প্রয়াত আনজিরা খাতুন। পিতৃব্য প্রয়াত কবি হাবীবুর রহমান, খ্যাতনামা শিশুসাহিত্যিক। শিশুসাহিত্যের সকল শাখায় সমান স্বচ্ছন্দ। ২০০৬-এ পেয়েছেন বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার। সবচেয়ে কম বয়সে খামখেয়ালি ছড়াগ্রন্থের জন্য পেয়েছেন শিশু একাডেমীর অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার। পরে এই পুরস্কার পেয়েছেন আরও পাঁচবার। এছাড়াও পেয়েছেন সিকানদার আবু জাফর সাহিত্য পুরস্কার (১৯৮৪), নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার (২০০৫), ছোটদের পত্রিকা পুরস্কার (২০০৭), ছোটদের মেলা পুরস্কার (২০০৯/২০১০), জাতীয় ছড়া উৎসব ২০১১ সম্মাননা পুরস্কার এবং ওয়েস্ট এন্ড হাইস্কুল পুনর্মিলনী সম্মাননা পুরস্কার ২০১১। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৭৫টির অধিক। সবই শিশুসাহিত্য। দেশের খ্যাতিমান সকল প্রকাশনা সংস্থা থেকে এক বা একাধিক বই প্রকাশ পেয়েছে। দশ বছর সম্পাদক ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত কিশোর-তরুণদের উৎকর্ষধর্মী মাসিক আসন্নর। অধুনালুপ্ত দৈনিক বাংলার ছোটদের প্রথম চার রঙের কিশোরদের পাতা সম্পাদনা করেছেন পাঁচ বছর। চ্যানেল আই-তে প্রতিষ্ঠালগ্ন থেকে অনুষ্ঠান বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত। সাপ্তাহিক-এর প্রকাশকও তিনি। এছাড়া বাংলা একাডেমীর ফেলো, মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থাপনা-সদস্য। কৌতুকপ্রিয়, আড্ডাবাজ, জীবন-রসিক, ভোজনপ্রিয় আমীরুল ইসলাম পৃথিবীর বিখ্যাত সব শহর ঘুরেছেন। প্রিয় শখ পুরনো বই ও চিত্রকলা সংগ্রহ, বইপড়া, দাবা খেলা, রবীন্দ্রসংগীত শোনা।