Image Description

গ্রেটওয়ালের দেশে

৳80
Format Hardcover
Language Bangla
ISBN 984 20 0030-3
Edition 1st
Pages 80

বিশ্বের শিশুতোষ গল্প ছেলেমেয়েকে শোনাতে শোনাতে কখন যেন নিজের গল্পও তার মধ্যে জুড়ে দিয়েছিলাম। ছোটবেলায় আব্বার সাথে তাঁর চাকরিস্থলে তদানীন্তন সারা পূর্বপাকিস্তান জুড়ে ঘুরেছি, পরে স্বামীর সাথে পশ্চিম পাকিস্তান, ভারতসহ পৃথিবীর বহু বহু দেশ, চীন, জাপান, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড, জর্ডান আরো অনেক অনেক। সেইসাথে সর্বশ্রেষ্ঠ স্থান হজব্রত পালনের জন্য মক্কাশরীফ ও মদিনা। আমি দু’চোখ ভরে দেখেছি, আনন্দে অভিজ্ঞতায় ভরে নিয়েছি হৃদয়। সেই আনন্দে আর সবাইকে আমার আনন্দ বিলিয়ে দিতে চাই বলেই আমি ভ্রমণ কাহিনী লিখতে ভালোবাসি।িএমন কিন্তু আমি কখনই অনুভব করি না যে আমি এক জায়গায় বা একই পরিবেশে থাকতে থাকতে হয়রান বোধ করেছি কিংবা একঘেয়েমিতে আমাকে পেয়ে বসেছে অথচ বাইরে বেড়াতে যাওয়ার কথা ওঠলেই আনন্দে এতো আত্মহারা হয়ে ওঠি যে মনে হয়- ‘হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মত নাচে রে’-

Anamika Huq Lilly / অনামিকা হক লিলি

(বেগম গুল বাহার) জন্ম- 1948 পাবনা সিরাজগঞ্জের সাজাদপুরে। পিতা এ, এম, আনসার আলী, মাতা রাবেয়া খাতুন। শিক্ষা : এম. এ, (বাংলা) পেশা অধ্যাপনা, বর্তমানে সরকারী বিজ্ঞান কলেজের প্রিন্সিপাল। তিনি এদেশের এক প্রতিভা চিহ্নিত ও প্রাতিস্বিক স্বাতন্ত্র্য উজ্জ্বলন্ত কথাকোবিদ। তিনি ছোট গল্প, উপন্যাস, শিশুতোষ, ভ্রমণ কাহিনীতে সিদ্ধহস্ত। তাঁর কিছু কবিতা ইংরেজীতে অনূদিত হয়ে .... সংকলন এবং ভ্রমণ কাহিনী ..... প্রকাশিত হয়েছে। প্রকাশিত বই এর সংখ্যা ২৮ টি। তিনি নিয়মিতভাবে পত্র-পত্রিকায় লিখে থাকেন। অনামিকা হক লিলির লেখনী, সমকালীন রাষ্ট্র ও সমাজ মানুষের পিঙ্গল আবর্তে ও কূটবুদ্ধি পেশাজীবীদের অন্তঃসারশূন্য চারিত্রে বিক্ষত ও বেদনাময় ব্যক্তিক সম্পর্কের বিবিধ টানাপোডেনের বিচিত্র রূপাঙ্কণ এবং অসমভাবে বিকশিত সমাজে মানুষের অস্তিত্ব অভীপ্সার স্বরূপ নির্মাণেই তিনি মুখ্যত এই দুই প্রকাশ মাধ্যমে যত্নশীল, নিবেদিতপ্রাণ ও ঐকান্তিক। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি মান্নান স্মৃতি পুরস্কার, মাজেদ সর্দার স্মৃতি পুরস্কার, শেরে বাংলা সাহিত্য পদক- রোটারী ইন্টারন্যাশনাল এওয়ার্ড, বারবা স্পেশাল এওয়ার্ড, অতীশ দ্বীপঙ্কর স্বর্ণপদক, নন্দিনী সাহিত্য পুরস্কার, লেখিকা সংঘ সাহিত্য পুরস্কার, কবি জসীমউদদীন স্বর্ণপদক ও লেখিকা সংঘ সাহিত্য পুরষ্কার লাভ করেন। চীন ভ্রমণের উপর লেখিকার অনবদ্য বর্ণনা গ্রেট ওয়ালের দেশে বইটি।