
যুদ্ধভাসান
৳120
মাহবুব সাদিকের কবিতায় ছায়া ফেলে নিসর্গ ও নগর, শ্যামল প্রদেশ ও যন্ত্রবিশ্বের জটিলতা এবং অস্থির আন্তর্জাতিক পৃথিবী। তাঁর আবেগ-সংবেদনা প্রায়ই প্রকাশরূপ পায় সংহত ও অবিস্মরণীয় চিত্রকল্পে; কল্পনার দ্যুতি-বিচ্ছুরিত উপমা-রূপক-প্রতীকে। যুদ্ধভাসান-এর কবিতা প্রসঙ্গেও এ-বক্তব্য প্রাসঙ্গিক। যদিও এ গ্রন্থের মূল বিষয় একাত্তরের মুক্তিযুদ্ধ। মাহবুব সাদিক একাত্তরের মুক্তিযোদ্ধা। পরো ন’ মাস ছিলেন ফ্রন্ডেÑযুদ্ধের বহুমাত্রিক অভিজ্ঞতায় সমৃদ্ধ এই কাব্যগ্রন্থ তাই কোনো গতানুগতিক যুদ্ধের কবিতা নয়। যুদ্ধে প্রত্যক্ষ অভিজ্ঞতার সঙ্গে এই বইয়ের কবিতায় যোগ হয়েছে কবির সুগভীর শিল্পবোধ ও নান্দনিক আবেগ। এই বইয়ের অনেক কবিতা একাত্তরেই লেখাÑ বেশ কিছু লেখা হয়েছে পরেও। এ কবিতাগুলি জেগে উঠেছে কবির প্রগাঢ় দেশপ্রেম এবং সংগ্রামী চেতনা থেকে।