Image Description

মেঘের মানচিত্র অথবা বনান্তরের দিন

৳100
Format Paperback
Language Bangla
ISBN 978 984 20 0197-0
Edition 1st
Pages 48

পাখির পাখায় প্রেম-পত্র লিখে কলমটি ছিলো রোদের পকেটে আমার ধ্যঃানের সচিত্র শরীর নির্মাণ করার জলরঙ জোগাড় করেছি সূর্যের হৃদয় থেকে চাঁদ দিয়েছিলো রূপালি বোধের তেলরঙ। এসব রঙের সাথে প্রেমরঙ মেখে এঁকে দেবো মানুষের স্বাধীনতার মানচিত্র এবং জীবনের স্থিতি ও নিরাপত্তার গ্রন্থি যে যায় মৃত্যুর পক্ষে যাক আমি একা জীবনের পক্ষে লিখে যাবো মহামান্য মুক্তির সনদ।

Zakir Abu Zafor / জাকির আবু জাফর

কবিতার ঔদার্যে আকণ্ঠ নিজেকে ডুবিয়ে দিয়েছেন। কবিতার ছাড়াও তার নিত্য লেখার বিষয় বেশ বিস্তৃত। ছড়া, কিশোর কবিতা, উপন্যাস, গল্প, প্রবন্ধ ও গানসহ সাহিত্যের প্রায় সব শাখায় রয়েছে জাকির আবু জাফরের সাবলীল বিচরণ। বাড়ি ফেনীর সোনাগাজীতে। ঢাকা বিশ্ববিদয়ালয় থেকে লোক ও প্রশাসনে সর্বোচ্চ ডিগ্রিধারী। নব্বই দশকের এই কবি তার জিনের জায়গা ক্রমাগত বিস্তার করে চেলেছেন