Image Description

অবণাগবণ

৳150
Format Paperback
Language Bangla
ISBN 978 984 20 0090-4
Edition 1st
Pages 96

চর্যাগীতির পাঠরীতি, গীতরীতি, নৃত্যরীতি, নাট্যরীতি নেপালের জীবন্ত সংস্কৃতির অংশ। চর্যাগীতির অন্যতম জন্মভূমি ও প্রাচীন চর্চাক্ষেত্র বাংলাদেশ। কিন্তু এদেশে আজ আর কোথাও চর্যার কোনো পরিবেশনারীতির সন্ধান মেলে না। সাইমন জাকারিয়া দীর্ঘদিনের সাধনায় প্রাচীন চর্যাপদের সমকালীন বাংলাভাষায় রূপান্তরিত গীতবাণী সংকলন করেছেন। ‘অবণাগবণ’ অর্থ আসা-যাওয়া, অর্থাৎ চর্যার ভাবসম্পদ আমাদের চেতনার মধ্যে যুগ যুগ ধরে নিঃশ্বাসের মতোই আসা-যাওয়া করেছে, কিন্তু আমরা জগত-সংসারের স্থূল ও বস্তুগত চাহিদার নেশায় মেতে তা অনুভব করতে পারছি না। চর্যাপদের এই রূপান্তরিত গীতবাণীগুলো মূলত একজন সৃজনশীল, ভক্তি-ভাববাদী ও স্বভাব-সংগীতকার লেখকের অন্তরজাত অভিজ্ঞতার আলোকে রচিত। তাই এতে আধুনিককালের প্রচলিত কাব্যিক ছন্দ কাঠামো এবং মূল চর্যাপদের সুসংঘবদ্ধ বাণীবিন্যাস-কাঠামোও অনেক ক্ষেত্রে রক্ষিত হয়নি। তবে, গানের সুরের আবহে পদগুলো পাঠ বা গীত করলে পাঠক ভিন্নতর আনন্দ খুঁজে পেতে পারেন। আর এই অনুভবে প্রাচীন চর্যাপদের সমকালীন বাংলায় রূপান্তরিত গীতবাণীকে গ্রহণ করে নিতেই পাঠক-গবেষক-সঙ্গীতপিপাসুদের প্রতি গ্রন্থকারের সবিনয় অনুরোধ।

Saymon Zakaria / সাইমন জাকারিয়া

সাইমন জাকারিয়া, নাটক রচনায় ভিন্নতর দৃষ্টিভঙ্গি প্রয়োগ করেছেন। একই সঙ্গে জাতীয়তাবোধ ও আন্তর্জাতিক চেতনা ধারণ করেছে তার নাটক, একারণে তার নাটক বাংলাদেশের গ-ি পেরিয়ে আন্তর্জাতিক পরিম-লে সমাদৃত। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগে সাইমন জাকারিয়া-র চারটি নাটক প্রযোজিত হয়েছে। এয়াড়া, আমেরিকা-র দি ইউনিভার্সিটি অব শিকাগো-র সাউথ এশিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড সিভিলাইজেশন ডিপার্টমেন্টে পড়ানো হয়েছে তার নাটক। সাইমনের রচিত ও মঞ্চস্থ উল্লেখযোগ্য নাট্যপ্রযোজনাÑ মঞ্চনাটকÑ শুরু করি ভূমির নামে, ন নৈরামণি এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট, বিনোদিনী, সীতার অগ্নিপরীক্ষা ইত্যাদি, আবৃত্তিনাটকÑ ন নৈরামণি ও হলুদ পাতার গান; নৃত্যনাট্যÑ ঋতুঅভিযান। নাটক রচনা ও গবেষণার জন্য অর্জন করেছেনÑ সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার-২০১২ (যৌথভাবে), প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার ১৪১৫, কালি ও কলম-এইচএসবিসি তরুণ লেখক পুরস্কার ২০০৮ ও বাংলাদেশ টেলিভিশন দর্শক ফোরাম শ্রেষ্ঠ নাট্যকার পদক ২০০৪। জন্ম : ৩ ডিসেম্বর ১৯৭২ খ্রিষ্টাব্দে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার জুঙ্গলি গ্রামে।