Image Description

অর্ধেক রয়েছি জলে অর্ধেক জালে

৳50
Format Paperback
Language Bangla
ISBN 984 8193 15-5
Edition 1st
Pages 64

এই শহরের সবুজ চুলে জরির ফিতার মতো জড়িয়ে আছে কর্ণফুলী। বেখেয়ালে যেখানে সে মোচড় কেটেছে (পশ্চিম মাদারবাড়ি), সেখানে আমার জন্ম, আমার শৈশব। শহরের মাঝখানে হঠাৎ বিশ্রামের নিঝুম এই এলাকা। বাড়ির পাশেই যুগীচাঁদ মসজিদের দীঘি, মক্কাবাগিচার গহন সবুজ, নির্জন পুকুর পড়ে- থাকা ছোঁড়া জাল - জ্যোৎস্না। অদূরে পরীর পাহাড়। জোয়ারের জলে রাস্তায় ছিটকে- পড়া মাছ। কর্ণফুলীর হাত ধরে বঙ্গোপসাগর, সে-ই আমাকে আকাশের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এই সবে মগ্ন ছিলো আমার শৈশব। শ্যাওলার নিদ্রা ভেঙে বহু আগে জলজ উত্থান। অথচ, আগন্তুক ভ্রমণের ছলে সমুদ্রজননীকে দেখে দেখে আসি। রক্তে রয়ে গেছে তিনভাগ জলের কল্লোল। জোয়ারের ছদ্মবেশে নদী-সমুদ্র - এরা আমাকে খুঁজতে বেরিয়েছে। আমি জীবনের জালে আটকা-পড়া মৎস্যকুমার। আজও আমার ফিরে-যাওয়া হলো না, এমনকি নিজের কাছেও। আমার শিকড় জলে, ডালপালা ভাঙায়। জল আর মৃত্তিকায় দ্রবীভূত অন্য এক জীবন আমার। হে কবিতা, তুমি আমার সমস্ত আনন্দ সমস্ত যন্ত্রণা গ্রহণ করো।

Moyukh Chowdhury / ময়ুখ চৌধুরী

ময়ুখ চৌধুরী প্রধানত কবি। জন্ম ১৯৫০ সালের ২২শে অক্টোবর, চট্টগ্রামের দক্ষিণ নালাপাড়ায়। তিনি চট্টগ্রাম কলেজ থেকে স্নাতক (বাংলা) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (বাংলা) ডিগ্রি অর্জন করেন। পিএইচ.ডি করেন কলকাতা বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ থেকে। অভিসন্দর্ভ ছিল: রবীন্দ্রনাথের পোয়েটিক ওরিয়েন্টেশন। পেশা অধ্যাপনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। তাঁর অধ্যাপক নাম ড. আনোয়ারুল আজিম। তিনি সংসার করছেন আরেক অধ্যাপক কবি তাসলিমা শিরিনের সঙ্গে। ময়ুখ চৌধুরী বাংলাদেশের সাহিত্যে এক অনিবার্য ও দুর্দমনীয় নাম। তাঁর পরিচিতি একাধিক কারণে পরিব্যাপ্ত। সাহিত্যের নানা ক্ষেত্রে তাঁর কৃতিত্ব ও প্রয়াস তাঁকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরূপে প্রতিষ্ঠিত করেছে। শিল্পসচেতন কবি হিসেবে, বিরল প্রসাদগুণসম্পন্ন প্রাবন্ধিক ও পরিশ্রমী গবেষক হিসেবে তাঁর অধিষ্ঠান তর্কাতীত। বোধে, অনুভবে ও পারঙ্গমতায় তিনি মনে প্রাণে সৎ, সাহসী ও শুদ্ধ। তাঁর কবিতার সৌন্দর্য এতোটাই স্পর্শকাতর ও অপূর্ব যে, পাঠক কবিতাটি পাঠ করা মাত্রই পৌঁছে যান এক স্বপ্নিল ও রহস্যময় জগতে, যেখানে এক ঐতিহ্যমণ্ডিত শিল্পের প্রতিচ্ছবি কবি দৃশ্যময় করে তোলেন। ভাষার বলিষ্ঠতা ও সুরের গতিময়তা তাঁর দুর্বোধ্য ও জটিল ভাবনাকেও সুখপাঠ্য করে দেয়। কি শব্দ প্রয়োগে, কি বক্তব্যে, কি বিন্যাসে, কি আঙ্গিকে, কি উপমায়, কি ছন্দে তিনি এক মেধাবী কবি। তাঁর প্রকাশিত কাব্য : কালো বরফের প্রতিবেশী (১৯৮৯); অর্ধেক রয়েছি জলে অর্ধেক জালে (১৯৯৯); পলাতক পেন্ডুলাম (২০১৬) তোমার জানলায় আমি জেগে আছি চন্দ্রমল্লিকা (২০০০); প্যারিসের নীলকাট (২০০১); আমার আসতে একটু দেরি হতে পারে (২০০২)। এবং প্রবন্ধ-গ্রন্থ : উনিশ শতকের নবচেতনা ও বাংলা কাব্যের গতিপ্রকৃতি (১৯৯৬)। সম্পাদিত গ্রন্থ: অসভ্য শব্দ (১৯৭৩); সাহিত্যপত্র: প্রতীতি (১৯৬৮); কবিতা (১৯৭০)। আসছে, চরণেরা হেঁটে যাচ্ছে মুণ্ডুহীন, ক্যাঙ্গারুর বুকপকেট।