Image Description

নষ্ট কাল অথবা হৃদয়ের অসুখ

৳120
Format Paperback
Language Bangla
ISBN 984 70169 0018-1
Edition 1st
Pages 96

শোষণ, বঞ্চনা, দারিদ্র ও হতাশার আড়ালে আমাদের জীবনের তলদেশে ফল্গুধারার মত অগোচরে বহমান যে প্রাণশক্তি ও স্ফুর্তির অশেষ স্রোতস্বিনী, জীবনের সেই অধরা অদৃশ্য প্রাণরসই নিত্যদিন সংগ্রামের স্পৃহা ও সাহস জোগায়। ছোটগল্প নামক শৈল্পিক আকরণের মধ্য দিয়ে জীবনকে জয় করার এবং টিকে থাকার এই কঠিন সংগ্রাম, জীবনমুখিনতা ও প্রাণস্ফুর্তির সন্ধান করেন নাজিব ওয়াদুদ। তার গল্পের বিষয় প্রধানত বিত্তহীন এবং নিম্নবিত্ত জীবন। কিন্তু বাস্তববাদী, গণমুখী সাহিত্য বলতে যা বোঝায় তার লেখা তা নয়। স্থান-কাল-পাত্রের বাস্তবতাকে অতিক্রম করে তিনি এক শৈল্পিক বাস্তবতা সৃষ্টি করেন। একটি ছোট্ট ঘটনা, ধারণা কিংবা অনুভূতিকে অবলম্বন করে তিনি ধীরে ধীরে প্রবেশ করেন জীবন নামক এক বিশাল জটিল এবং রহস্যময় গভীরতায়। তিনি সেই শিল্পী যিনি জীবনের ভাঁজগুলি খুলে খুলে ধরেন, ছুঁয়ে ছুঁয়ে দেখেন তার প্রতিটি পরত, পাঠককে পৌঁছে দেন এক নবতর উপলব্ধির জগতে।

Nazib Wadood / নাজিব ওয়াদুদ

নাজিব ওয়াদুদের জন্ম ২০ জুলাই ১৯৬১, রাজশাহী মহানগরীর উপকণ্ঠ শ্যামপুর গ্রামে। স্থানীয় মাসকাটাদীঘি বহুমুখী হাইস্কুল থেকে এসএসসি, রাজশাহী সরকারী কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। প্রকৃত লেখালেখি শুরু ১৯৮১ সালে, যদিও হাতেখড়ি কৈশোরে, ছড়া দিয়ে। কাক, কারফিউ, মেঘভাঙ্গা রোদ, আবাদ, দখল, পাখির কান্না, সুন্দরী মেয়েটির নাক বোঁচা, জীয়নকাঠি, আরো দু’টি খুন, মৃত্যুঞ্জয় মারা গেছে, প্রভৃতি গল্প লিখে ব্যাপকভাবে আলোচিত ও প্রশংসতি হন। উপন্যাস, নাটক ও প্রবন্ধও লিখেন তিনি। গত এক দশকব্যাপী ছোটগল্প ও প্রবন্ধ অনুবাদ করে একজন দক্ষ অনুবাদক হিসেবেও ইতোমধ্যে প্রতিষ্ঠা লাভ করেছেন। তিনি রাজশাহী থেকে প্রকাশিত সাহিত্য-সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন ‘মাসিক নির্ঝর’ এবং লিটল ম্যাগাজিন ‘পরিলেখ’ ও ‘নন্দন’-এর সম্পাদক। ১৯৮১ সালে প্রবন্ধে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ পরিষদ একুশে সাহিত্য পুরস্কার’ এবং ১৯৮৭ ও ১৯৮৮ সালে ক্রীড়া ও যুব উন্নয়ন মন্ত্রণালয়ের ‘জাতীয় যুব দিবস সাহিত্য পুরস্কার’ লাভ করেন।