Image Description

খুনি ও বুদ্ধিজীবী

৳135
Format Paperback
Language Bangla
ISBN 978 984 20 0168-0
Edition 1st
Pages 80

গোটা আটেক গল্প নিয়ে কবির চান্দের এই ছোটগল্প সংগ্রহটি। পাঠকের কাছে নামটা তেমন চেনা লাগবে না। কোথাও তাঁর গল্প এর আগে প্রকাশিত হয়েছে কি না আমি জানি না। হয়ে থাকতেও পারে। তবে আমি এই বইয়ের গল্প দু’একটি আগে পড়েছি পাণ্ডুলিপি অবস্থায়। বিক্ষিপ্তভাবে একটি দুটি লেখা পড়লে মনে একটা দাগ পড়তেই পারে, না পড়তেও পারে। দাগটা হাল্কাভাবে পড়লে তার রং চেনা যায় না। একসময় তা সম্পূর্ণ মুছে যেতেও পারে। তবে মুছে যাক আর না যাক, সেই চিহ্ন ধরে কোথাও পৌঁছনো যায় না। কবিরের যে দু’একটি গল্প আগে পাণ্ডুলিপিতে পড়েছিলাম, তার দাগ কিন্তু মুছে যায়নি। তবে স্বীকার করতে হবে, সেগুলি মিলেমিশে কোনো একটা সম্পূর্ণ ছবি তৈরি হয়েও ওঠেনি। এটা এখন হয়েছে, আটটা গল্প একসাথে পড়ে একটা স্পষ্ট চৌহদ্দি-টানা ছবি পাওয়া যাচ্ছে। বহুরকম সম্পর্ক, আন্তঃসম্পর্ক জুড়ে-জুড়ে কবিরের গল্পের একটা স্বভূমি তৈরি হয়েছে। কবিরকে সদ্য কলম-ধরা নতুন লেখক মনে হবে না। তাঁর লেখায় বুদ্ধি-আবেগ যেমন পরিমিত, কলমও তেমনি স্বচ্ছন্দ। বিষয়ও তেমনি নির্দিষ্ট। বিষয় আর কি? দুর্গত মানুষ, দুর্গত সমাজ, দুর্গত দেশ, দুর্গত দুনিয়া। রাষ্ট্র আছে, স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব আছে, পণ্য আছে। আছে, আছে, সব আছে। তারপরেই নেই। নেই, নেই, কিছুই নেই। সিনেমাপরিচালক বাবা দুর্ধর্ষ একটি ‘সীন’ (?) তৈরি করার জন্য জবাই-করা মানুষের গলার ঘড়ঘড় আওয়াজ শুনতে চায়, ফিনকি-ওঠা রক্ত দেখতে চায়। পেশাদার খুনি তার কলেজে পড়া ছেলেকেই জবাই করে সেই শব্দ শোনাচ্ছে পিতাকে। লম্পট রাজাকারের শিকার গৃহবধূটি দেহ খুলতে খুলতেই শিখে নিচ্ছে রিভলবার চালানো আর রাজাকারের রিভলবার দিয়েই মাথার খুলিটি উড়িয়ে দিচ্ছে তার। ওর ছিটকে পড়া মগজটাও গ্রহণ করবে না বাংলাদেশের মাটি। এরকম সব গল্প। বেদনায় আর্দ্র, ক্ষোভের আগুনে গনগনে। শিল্পের কথা? বলতে পারব না, বলতে চাইও না। ওটা মোটামুটি অকহতব্য, মানে বলা উচিত নয়, বলা সম্ভবও নয়। হাসান আজিজুল হক

Kabir Chand / কবির চান্দ

জীবনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অবলোকন করতে চান কবির চান্দ। উৎসুক তিনি ভিন্ন রকম পাঠেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর, আরেকবার মাস্টার্স করেছেন অর্থনীতিতে, জাপান থেকে। কিছুদিন পড়িয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। অসম্ভব রকম বৈচিত্র্য-সন্ধানী, গ্রন্থভুক্ত গল্পগুলিও তারই স্বাক্ষর। ভালবাসেন পড়াতে, তার চেয়েও বেশি, পড়তে। অপছন্দ নৈতিক ও বুদ্ধিবৃত্তিক, সব ধরনের ভণ্ডামি। এক সন্তানের জনক। জন্মেছেন নরসিংদীর রায়পুরায়, ১৯৭১ সালে।