Image Description

বাংলা সাহিত্যের অলিখিত ইতিহাস

৳400
Format Paperback
Language Bangla
ISBN 978 984 20 0109-3
Edition 1st
Pages 264

সাধারণত সাহিত্যকীর্তির রচনাকাল, লেখকের সময়কাল এবং সাহিত্যবস্তুর সৌন্দর্যতত্ত্ব, শিল্পগুণ ইত্যাদি আলোচনার মধ্যেই বাংলা সাহিত্যের প্রচলিত ইতিহাস সীমাবদ্ধ থাকে। কিন্তু বাংলা সাহিত্যের গ্রন্থকেন্দ্রিক ও প্রচলিত ইতিহাসের পাশাপাশি ভিন্ন একটি পরিচয় বা প্রাণবন্ত ধারা প্রচলিত রয়েছে এদেশের জনসংস্কৃতির মধ্যে। আবার অনেক সময় দেখা গেছে সাহিত্যকীর্তি রচিত হবার পরে তার জনসাংস্কৃতিক ঐতিহ্য আরো প্রাণবন্তভাবে গৃহীত হয়েছে জনজীবনে। বিষয়গুলো আমাদের সাহিত্যের প্রচলিত ইতিহাসের আলোচনায় আসা প্রয়োজন। বর্তমান গ্রন্থে লেখক প্রাসঙ্গিকভাবে প্রাচীন বাংলার চর্যাপদ থেকে শুরু করে মধ্য যুগের শ্রীকৃষ্ণকীর্তন, মঙ্গলকাব্য, নাথসাহিত্য, ইসলামি সাহিত্য, এমনকি আধুনিককালে রচিত কবিতা-মহাকাব্য-গান-গল্প-উপন্যাসের ব্যবহারিক দিক তথা জনসাংস্কৃতিক পরিচয় অন্তর্ভুক্ত করেছেন। মূলত বাংলাভাষার লিখিতসাহিত্যের একটি জনসাংস্কৃতিক জরিপ উপস্থাপন করার প্রয়াস হচ্ছে এই গ্রন্থ। গ্রন্থটি বাংলা সাহিত্যের অপরাপর ইতিহাসগ্রন্থের পরিপূরক হিসেবে বিশেষভাবে আলোচিত হবে বলে আশা করা যায়।

Saymon Zakaria & Nazmin Mortuza / সাইমন জাকারিয়া & নাজমীন মর্তুজা

সাইমন জাকারিয়া, নাটক রচনায় ভিন্নতর দৃষ্টিভঙ্গি প্রয়োগ করেছেন। একই সঙ্গে জাতীয়তাবোধ ও আন্তর্জাতিক চেতনা ধারণ করেছে তার নাটক, একারণে তার নাটক বাংলাদেশের গ-ি পেরিয়ে আন্তর্জাতিক পরিম-লে সমাদৃত। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগে সাইমন জাকারিয়া-র চারটি নাটক প্রযোজিত হয়েছে। এয়াড়া, আমেরিকা-র দি ইউনিভার্সিটি অব শিকাগো-র সাউথ এশিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড সিভিলাইজেশন ডিপার্টমেন্টে পড়ানো হয়েছে তার নাটক। সাইমনের রচিত ও মঞ্চস্থ উল্লেখযোগ্য নাট্যপ্রযোজনাÑ মঞ্চনাটকÑ শুরু করি ভূমির নামে, ন নৈরামণি এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট, বিনোদিনী, সীতার অগ্নিপরীক্ষা ইত্যাদি, আবৃত্তিনাটকÑ ন নৈরামণি ও হলুদ পাতার গান; নৃত্যনাট্যÑ ঋতুঅভিযান। নাটক রচনা ও গবেষণার জন্য অর্জন করেছেনÑ সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার-২০১২ (যৌথভাবে), প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার ১৪১৫, কালি ও কলম-এইচএসবিসি তরুণ লেখক পুরস্কার ২০০৮ ও বাংলাদেশ টেলিভিশন দর্শক ফোরাম শ্রেষ্ঠ নাট্যকার পদক ২০০৪। জন্ম : ৩ ডিসেম্বর ১৯৭২ খ্রিষ্টাব্দে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার জুঙ্গলি গ্রামে। //নাজমীন মর্তুজা কবিতা, উপন্যাস ও গবেষণা-তিনটি ধারার সিদ্ধহস্ত লেখক। প্রকাশিত উপন্যাস নোজলের চোরাবালি এবং কাব্যগ্রন্থ গরুপরম্পরা। তিনি ১৯৭৭ খ্রিষ্টাব্দে ১৫ই মার্চ দিনাজপুর জেলার সেতাবগঞ্জে জন্মগ্রহণ করেন।