Image Description

ভাটির দেশের কান্না

৳60
Format Paperback
Language Bangla
ISBN 984 8193 85-5
Edition 1st
Pages 68

সুগন্ধীর মধ্যরাতের খরস্রোতে ভেসে চলেছে পীরবংশের শেষ চেরাগ হেনাÑতার বিধ্বস্ত কুমারীত্ব নিয়ে। বৈঠা-হাতে সাথী হয়ে চলেছে চাষীঘরের ছেলে শামীÑ বুকে অজানা ভবিষ্যতের শংকা নিয়ে। অচলায়ত ও অবহেলিত গ্রাম-জীবনের পটভূমিকায় ওদের বিপর্যস্ত জীবন ও নবীন প্রেম পরম যতেœ ও সংযত ভাষায় বিধৃত হয়েছে ভাটির দেশে যাত্রা উপন্যাসটিতে। উপন্যাসের কুশীলব আমাদের চেনা, অতি পরিচিত। হয়তো তাদের নেপথ্যের মানস-পরিচয় অনেক সময় অবগুণ্ঠিত থাকে। আরও পরিষ্কার করে বলা যায়, আমাদের চেনা জগতের মাঝে অর্থাৎ আমাদের চারিত্রিক অবয়বের পিছনে আরেকটি অস্পষ্ট ছায়া আবর্তিত হতে থাকে, যাকে সহসা আবিষ্কার করা যায় না-সেই অজানা খবরটি লেখক আমাদের জানান।

Nazir Ahmad / নজির আহমদ

নজির আহমদ ১৯৩৯ সালে কক্সবাজার জেলার চকরিয়া থানায় জন্মগ্রহণ করেন। উনিশশ’ একষট্টি সালের শেষ পর্বে সাংবাদিকতা পেশায় যোগদান করেন এবং ২০০১ সালের ফেব্রুয়ারী তে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) থেকে অবসর গ্রহণ করেন। চট্টগ্রামের ইংরেজী দৈনিক ইউনিটি, ইস্টার্ণ এক্সমিনার ও পিপলস ভিউতে তিনি বার বছর কাজ করেন। জাতীয় সংবাদ সংস্থায় আটাশ/উনত্রিশ বছর কাজ করেন। বাসস-এর চট্টগ্রাম ব্যুরো চীফ হিসেবে তিনি প্রায় ২৪/২৫ বছর কর্মরত ছিলেন। এ সময়ে তিনি রাশিয়া, ভারত, পাকিস্তান, জার্মানী, হাঙ্গেরী, সিঙ্গাপুর, সৌদি আরবসহ বিশ্বের এক ডজন দেশ সফর করেন। হাঙ্গেরীস্থ আন্তর্জাতিক সাংবাদিক ট্রেনিং কেন্দ্র থেকে তিনি প্রশিক্ষণপ্রাপ্ত। সাংবাদিকতার পাশাপাশি তিনি সাহিত্য চর্চা করেন। িএ পর্যন্ত তার পনেরটি বই প্রকাশিত হয়েছে যেগুলোর মধ্যে রয়েছে তিনটি ইংরেজী এবং উপন্যাসের সংখ্যা ছ’টি। নজির আহমদ আরও কয়েকটি উপন্যাস প্রকাশ করার আশা রাখেন। তার উপন্যাসের কাহিনীগুলো কোন না কোন বাস্তব ঘটনাকে কেন্দ্র করে রচিত এবং সে ঘটনাগুলো তার সাংবাদিকতা পেশার দায়িত্ব পালনের সময় ঘটেছে বলে তিনি দাবি করেন।