Image Description

ভাঙা নৌকা

৳60
Format Paperback
Language Bangla
ISBN 984 20 0028-1
Edition 1st
Pages 64

ভাঙা নৌকা আবদুল মান্নান সৈয়দ দেশ বিভাগের পটভূমিকায় বাংলা ভাষায় অনেক গল্প-উপন্যাস লেখা হয়েছে। কিন্তু পশ্চিম বাংলা থেকে এদেশে উদ্বাস্তু-হয়ে-আসা মানুষদের নিয়ে তেমন কিছুই রচিত হয়নি। আবদুল মান্নান সৈয়দের এই ভাঙা নৌকা উপন্যাসের বিষয় এমন কয়েকজন, যারা ওপার থেকে চলে এসেছিলেন ঢাকায় এবং বাংলাদেশের অন্য কয়েক জায়গায়। এদেরই জীবনের সুখ-দুঃখের গাথা এই উপন্যাস। কেন্দ্রীয় চরিত্রটির মধ্য দিয়ে বাস্তুচ্যুতির আরো গভীরে গিয়ে পৌঁছেছে উপন্যাসটি। মান্নান সৈয়দ এক বিষয় নিয়ে উপন্যাস লেখেন না। এই উপন্যাসের বিষয়ের মধ্যে যেমন নতুনত্ব আছে তেমনি ঘটেছে কয়েকটি নারী-পুরুষের জীবনের জটিলতার আশ্চর্য রূপায়ণ।

Abdul Mannan Syed / আবদুল মান্নান সৈয়দ

সব্যসাচী লেখক হিসেবে খ্যাতিমান আবদুল মান্নান সৈয়দ শতাধিক গ্রন্থের রচয়িতা। কবি ও সমালোচক রূপে তাঁর যশের সঙ্গে যুক্ত হয়েছে গল্পকার ও ঔপন্যাসিক হিসেবেও । আলোড়নসৃষ্টিকারী সত্যের মতো বদমাশ ছিল তাঁর প্রথম কথাসাহিত্যিক প্রয়াস। সন্দীপন চট্টোপাধ্যায় একবার আবদুল মান্নান সৈয়দ-এর একটি গল্পগ্রন্থ পড়ে লিখেছিলেন, ‘বইটি আমার পাঠ-অভিজ্ঞতার অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার।’ সুনীল গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, ‘এটি নিছক গল্প-উপন্যাসের বই নয়, একটি পরীক্ষামূলক রচনা, ভেবেচিন্তে লেখা। যেসব রচনা সাহিত্যকে বিস্তৃত করে, পাঠককে শিক্ষিত করে-এই গ্রন্থটি সেই জাতের এবং এই লেখকের সেরকম যোগ্যতা আছে নিঃসন্দেহে।’ নন্দগোপাল সেনগুপ্ত বিশ্বসাহিত্যের অন্যান্য গল্পকারের সঙ্গে মান্নান সৈয়দ-এর গল্প আলোচনা করেছেন। মান্নান সৈয়দ তাঁর অন্যান্য লেখার মতো উপন্যাসেও কখনো এক-জায়গায় থাকেননি, ক্রমাগত নতুন নতুন বিষয় দখল করেছেন। ভাঙা নৌকা দেশবিভাগের পটভূমিকায় লেখা এক অসামান্য নতুন উপন্যাস।