বিষবৃক্ষ
সাহিত্য-সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ উপন্যাসগুলোর মধ্যে বিষবৃক্ষ সবিশেষ উল্লেখযোগ্য। বিষবৃক্ষের মূল বিষয়বস্তু তৎকালীন দুই সামাজিক সমস্যাকে ঘিরেÑবিধবা ও বহুবিবাহ। বঙ্গদর্শনে প্রথম সংখ্যা থেকে (বৈশাখ ১২৭৯) ধারাবাহিকভাবে প্রকাশিত হয় বিষবৃক্ষ। আর পুস্তকাকারে প্রথম প্রকাশিত হয় ১৮৭৩ সালে। বঙ্কিমবাবুর জীবৎকালে উপন্যাসটির ৮টি সংস্করণ বের হয়। এ যাবৎ বিষবৃক্ষ দেশ-বিদেশের নানা ভাষায় অনূদিত হয়েছে। ঞযব চড়রংড়হ ঞৎবব নামে এর ইংরেজি অনুবাদ করেন মিরিয়াম এস. নাইট ১৮৮৪ সালে। সেকালের বিখ্যাত কলিকাতা রিভিয়ু উপন্যাসটির ইংরেজি সমালোচনা প্রকাশ করে বিষবৃক্ষ ছাপার পরপরই। রবীন্দ্রনাথ প্রবাসীতে লিখেছেন : বঙ্গদর্শনে যে জিনিসটা সেদিন বাংলা দেশের ঘরে ঘরে সকলের মনকে নাড়া দিয়েছিল সে হচ্চে বিষবৃক্ষ।... ‘বিষবৃক্ষ’ কাহিনী এসে পৌঁছল আখ্যানে। যে পরিচয় নিয়ে সে এল তা আছে আমাদের অভিজ্ঞতার মধ্যে।