
দুর্গেশনন্দিনী
৳150
বাংলা সাহিত্য-সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস দুর্গেশনন্দিনী 1865 সালের মার্চ মাসে প্রকাশিত হয়। এই উপন্যাসটির রচনাকাল 1862 সাল থেকে 1864 সাল নাগাদ। বঙ্কিম সহোদর পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় অনুসারে, এর কাহিনী গড়ে উঠেছে পাঠানদের দ্বারা গড় মান্দারণ জমিদার স্ত্রী ও কন্যা এবং তাদের সাহায্যার্থে প্রেরিত রাজপুতকুলতিলক জগৎসিংহ বন্দী হওয়াকে কেন্দ্র করা নিয়ে। বঙ্কিমচন্দ্রের জীবিতকাল পর্যন্ত দুর্গেশনন্দিনী’র তের সংস্করণ বের হয় এবং ইংরেজি, হিন্দুস্তানি, হিন্দি ও কানাড়ি অনুবাদ প্রকাশিত হয়। শেষ সংস্করণ মুদ্রিত হয় 1893 সালে। প্রকাশের পূর্বে এই উপন্যাসখানির উৎকর্ষাপকর্ষ সম্বন্ধে বঙ্কিমচন্দ্র নিজেই তেমন স্থিরনিশ্চয় ছিলেন না। যদিও সেকালে দুর্গেশনন্দিনী বাংলা সাহিত্যে ভাষা ও ভাবের নবযুগ প্রবর্তন করেছিল।