চেনা নির্বাসনে
৳200
আমাদের এক জীবনের সঞ্চয় আসলে কতটুকু? কিছু সুখ দুঃখের স্মৃতি, কিছু প্রিয় অপ্রিয় মুখচ্ছবি আর বাকি সময় জুড়ে অনন্ত নিঃসঙ্গতা। আকাঙ্ক্ষিত সুখকে হাতের মুঠোয় নেওয়ার জন্য মানুষের নিরন্তর ছুটে চলা, স্বপ্ন দেখা। কখনো-বা সেই স্বপ্ন বাস্তব হয়ে দেখা দেয় আর কিছু স্বপ্ন স্বপ্নই রয়ে যায়। আবার স্বপ্নভঙ্গে মানুষ একা হয়ে যায়। এই উপন্যাসের চরিত্র কনকও সে রকম একজন নিঃসঙ্গ মানুষ। যার পাশে সবাই থেকেও নেই। তার ভাবনায় সেই মানুষগুলোই থাকে যাদের সঙ্গ আজ তাকে নিঃসঙ্গ করেছে। এ নিয়েই গড়ে উঠেছে তরুণ লেখক আব্দুল্লাহ আল আমিনের প্রথম উপন্যাস চেনা নির্বাসনে।