Image Description

কে তাহারে চিনতে পারে

৳110
Format Paperback
Language Bangla
ISBN 984 70169 0062-4
Edition 1st
Pages 80

গুরুর নির্দেশে একজন লালনপন্থী সাধু তাঁতে বোনা একখণ্ড গামছা পরিধান করে পাগলের হালে ঘুরে বেড়ান। কিন্তু কেন? এটা কি শুধুই ভাববাদী কোনো খেয়াল, না-কি এর আড়ালে রয়েছে সুগভীর কোনো অন্তর্বেদনার ইতিহাস? উপমহাদেশের বিখ্যাত বস্ত্রকারখানা মোহিনীমিল বন্ধে আকষ্মিক বেকার হয়ে পড়া এক সত্যনিষ্ঠ শ্রমিকের অহিংস জীবনাচার নয়া উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ ইত্যাদির বিরুদ্ধে প্রতিবাদেরই আরেক রূপ। বাংলাদেশে ভাববাদী চেতনা উদ্বোধিত হবার মূলে ইতিহাস-ঐতিহ্যের পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক ও ব্যক্তিক বিষয়ও কম গুরুত্বপূর্ণ নয়। এই আখ্যান নিশ্চিতভাবেই তার প্রামাণ্য হিসেবে পাঠকের মনোযোগ দাবী করবে।

Saymon Zakaria / সাইমন জাকারিয়া

সাইমন জাকারিয়া, নাটক রচনায় ভিন্নতর দৃষ্টিভঙ্গি প্রয়োগ করেছেন। একই সঙ্গে জাতীয়তাবোধ ও আন্তর্জাতিক চেতনা ধারণ করেছে তার নাটক, একারণে তার নাটক বাংলাদেশের গ-ি পেরিয়ে আন্তর্জাতিক পরিম-লে সমাদৃত। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগে সাইমন জাকারিয়া-র চারটি নাটক প্রযোজিত হয়েছে। এয়াড়া, আমেরিকা-র দি ইউনিভার্সিটি অব শিকাগো-র সাউথ এশিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড সিভিলাইজেশন ডিপার্টমেন্টে পড়ানো হয়েছে তার নাটক। সাইমনের রচিত ও মঞ্চস্থ উল্লেখযোগ্য নাট্যপ্রযোজনাÑ মঞ্চনাটকÑ শুরু করি ভূমির নামে, ন নৈরামণি এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট, বিনোদিনী, সীতার অগ্নিপরীক্ষা ইত্যাদি, আবৃত্তিনাটকÑ ন নৈরামণি ও হলুদ পাতার গান; নৃত্যনাট্যÑ ঋতুঅভিযান। নাটক রচনা ও গবেষণার জন্য অর্জন করেছেনÑ সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার-২০১২ (যৌথভাবে), প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার ১৪১৫, কালি ও কলম-এইচএসবিসি তরুণ লেখক পুরস্কার ২০০৮ ও বাংলাদেশ টেলিভিশন দর্শক ফোরাম শ্রেষ্ঠ নাট্যকার পদক ২০০৪। জন্ম : ৩ ডিসেম্বর ১৯৭২ খ্রিষ্টাব্দে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার জুঙ্গলি গ্রামে।